Swastika Mukherjee faced problem: ফের একবার অনলাইন ডেলিভারি অ্যাপ এর কান্ড কারখানায় মুখ খুলতে বাধ্য হলেন তারকা অভিনেত্রী। গুরুত্বপূর্ন জিনিস, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতেই সুইগি জিনির সাহায্য নিয়েছিলেন স্বস্তিকা। যে কারণে, এহেন ফ্যাসাদে পড়তে হয় তাঁকে। সমাজ মাধ্যমে তিনি নানা প্রশ্নের পাশাপাশি আরও জানিয়েছেন, সেই জিনিস চুরি হয়েছে।
অভিনেত্রী আসলে আজকের ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের টিকিট ট্রান্সফার করার জন্য সুইগি জিনীর সাহায্য নিয়েছিলেন। অভিনেত্রী সেই টিকিট আজও পাননি। তাই তো ঘণ্টা দুয়েক আগেই সমাজ মাধ্যমে তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন। তাঁর কথায়... এটা আমাদের সঙ্গে হয়েছে আজ। কাল আপনাদের সঙ্গেও হতে পারে। আপনাদের নিজের সুরক্ষার্থে বিষয়টা বুঝে নিন।
তিনি লিখছেন, "ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ডের আজকের ম্যাচের দুটি টিকিট চুরি করেছেন @swiggyindia জিনি এক্সিকিউটিভ। এটি নিউ টাউন অ্যাকশন এরিয়া ২ থেকে নিউ টাউন অ্যাকশন এরিয়া ১ এ সরবরাহ করার কথা ছিল। ১৩ ঘণ্টা পেরিয়ে গেছে এবং কোম্পানির কাছে তার বিবরণ থাকা সত্ত্বেও চোরকে ধরা যায়নি। সন্ধ্যা সাড়ে ছয়টায় টিকিট সরবরাহের অর্ডার দেওয়া হয়েছিল। এবং এটি দেখায় যে ডেলিভারি অংশীদার বরাবর পথে ছিল। এক ঘন্টা পরে, ডেলিভারি পার্টনার আমাকে এবং আমার সঙ্গীর নম্বরটি ব্লক করে দেয় এবং কোনও নম্বর থেকে কল নেওয়া বন্ধ করে দেয়। ডেলিভারি পার্টনার ভোর ৫.৩৭ মিনিটে ডেলিভারি করা অর্ডারটি চিহ্নিত করেছিলেন। ১৩ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এবং সুইগি কোনওভাবেই সাহায্য করেনি। সুইগি / অন্যান্য ডেলিভারি প্যাটফর্মগুলি কি তাদের ব্র্যান্ড বা তাদের ডেলিভারি এক্সিকিউটিভদের সুরক্ষার জন্য পার্সেল চুরির প্রচার করে?"
অভিনেত্রী আরও বললেন, "এই টিকিটগুলি আমার সঙ্গীর বাবার জন্য, যিনি ক্রিকেটের বিশাল ভক্ত হওয়া সত্ত্বেও কখনও লাইভ ম্যাচ দেখেননি। কানপুর থেকে ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে আসছিলেন এমন একটি মুহূর্তের সাক্ষী থাকবেন বলে, কিন্তু টিকিট শেষ হয়ে গেছে। আমি সেগুলো ফিরে পাওয়ার সমস্ত আশা হারিয়ে ফেলেছি। কারণ এক্ষেত্রেও পুলিশ সাহায্য করতে পারেনি। কিন্তু আমার যেটা নিয়ে বিরক্তি সেটা হল চোরের সব খুঁটিনাটি তথ্য থাকা সত্ত্বেও সুইগি ঠোঁট শক্ত করে বসে আছে কী করে? এই পরিষেবা কি জিনিস পৌঁছে দেওয়ার জন্য নয়? ব্র্যান্ডটি যদি চোরদের প্রচার করে তবে কীভাবে কেউ বিশ্বাস করতে পারে?"
অভিনেত্রী যে বিরাট রেগে গিয়েছেন এবং সেটি যথেষ্ট যুক্তিযুক্ত এও স্বাভাবিক। তাঁর সঙ্গে সঙ্গে সেই ডেলিভারি পার্টনারের নম্বর থেকে ছবি সবটাই জানিয়েছেন স্বস্তিকা।