Advertisment

Swastika Daughter Birtrhday: 'আশা করি তুমি ১০৩ বছর বাঁচবে', মেয়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা তারকা মম স্বস্তিকার

Swastika Mukherjee: ২৪ জানুয়ারি স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে অণ্বেশার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে জন্মদিনে ভালবাসায় ভরালেন তারকা মম স্বস্তিকা।

author-image
Kasturi Kundu
New Update
মেয়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা তারকা মম স্বস্তিকার

মেয়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা তারকা মম স্বস্তিকার

Swastika Daughter Anwesha Birthday: রিয়েল টু রিয়েল, মায়ের ভূমিকায় সর্বত্রই জাস্ট ফাটাফাটি স্বস্তিকা মুখোপাধ্যায়। নিখোঁজ সিরিজে 'সিঙ্গল মাদার' বা একাকী মায়ের চরিত্রে স্বস্তিকার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। রিয়েল লাইফেও তিনি ঠিক একই ভূমিকা পালন করেন। কাজের ফাঁকে সময় পেলেই মেয়ের কাছে চলে যান স্বস্তিকা। মা-মেয়ের সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন এই টলি অভিনেত্রী। ২৪ জানুয়ারি স্বস্তিকার মেয়ের জন্মদিন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় অন্বেশার কিছু সিঙ্গল ছবি-ভিডিও আর কয়েকটি মা-মেয়ের ছবি পোস্ট করে জন্মদিনে অদুরে শুভেচ্ছা জানালেন তারকা মম স্বস্তিকা মুখোপাধ্যায়। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, 'এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আর সেই সুন্দর মেয়েটি আমার। আমার সানসাইন, আমার হৃদস্পন্দন, আমার ভালবাসা, আমার সেরা ট্যুর পার্টনার, আমার খাওয়ার সঙ্গী।

Advertisment

আশা করি তুমি ১০৩ বছর বাঁচবে। একদিন আমরা একসঙ্গে উত্তরের আলো দেখব, আমার রামধনু। তুমি সারা বিশ্ব ঘুরে দেখ। যা স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ হোক। ভালবাসা ভালবাসা ভালবাসা, মাম্মা তাঁর হৃদয়ের সমস্ত ভালবাসা তোমাকে উজার করে দিয়েছে। মাম্মা তোমার 'বোচকা' সবসময় বহন করবে। আমি পরীর পায়ের ধূলো (fairy dust) পাঠাচ্ছি। তোমার ভবিষৎ উজ্জ্বল হোক।'

স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি বাবা সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেন। বাবাকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে স্মৃতির সাগরে ডুব দিয়েছিলেন পর্দার বৃন্দা।

স্বস্তিকার লেটেস্ট ওয়েব সিরিজ নিখোঁজ ২ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। পুলিশ অফিসারের চরিত্রে 'বৃন্দা' স্বস্তিকার অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত। এক পুলিশ অফিসার মায়ের নিখোঁজ মেয়ের তদন্ত কতখানি হৃদয়বিদারক হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত 'নিখোঁজ' ও 'নিখোঁজ ২'।  

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেবের ফ্যান ক্লাবের তরফে শিবপ্রসাদকে হুমকি ও  স্ত্রী জিনিয়া সেনের ছবি বিকৃত করা হয়েছে।  এই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্বস্তিকা। অতীতের প্রসঙ্গ টেনে স্বস্তিকা ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বলেছিলেন, 'কবীর সুমন শ্রীজাতকে গালমন্দ করে জীবনে যখন শান্তি পাননি তখন শ্রীজাতর স্ত্রীকে নিয়ে ফেসবুকে নোংরামি শুরু করেছিলেন। কবীর সুমন আর দেবের ফ্যান ফলোয়ার্সের মধ্যে তো কোনও তফাৎ দেখছি না। এগুলো নিম্ন মানসিকতার পরিচয়।' 

Swastika Mukherjee Bengali Cinema Bengali Actress Bengali Film Bengali News Bengali Film Industry
Advertisment