Advertisment
Presenting Partner
Desktop GIF

Swastika Mukherjee: '৪৪ বছর বয়সেও আমি...', ইগোকে দূরে রেখে নতুন চরিত্রের খোঁজ করার পরামর্শ স্বস্তিকার

Swastika Mukherjee Post: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে ২৪ বছর কাটানোর পরও কেন অডিশন দিতে ইগো নেই?

author-image
Kasturi Kundu
New Update
ইগোকে দূরে রেখে নতুন চরিত্রের খোঁজ করার পরামর্শ স্বস্তিকার

ইগোকে দূরে রেখে নতুন চরিত্রের খোঁজ করার পরামর্শ স্বস্তিকার

সোজাসাপটা স্বস্তিকা

Advertisment

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব তাঁর। ভিন্ন স্বাদের চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করে বাংলা ছবির দর্শককে। বয়স তাঁর কাছে জাস্ট একটা সংখ্যা মাত্র। আজকের প্রজন্মের কাছে তিনি নিঃসন্দেহে একজন আইডল। তাঁর স্টাইল স্টেটমেন্ট একেবারে নজরকাড়া।

খোলামেলা পোশাকে যেমন স্বচ্ছন্দ তেমনই আবার দেশিলুকেও মাত দেন। এ তো গেল তাঁর চরিত্রের একটা দিক। অন্যদিকটা হল স্পষ্ট বক্তা। রাখঢাকের কোনও বালাই নেই। মনের কথা একেবারে মুখে। তিনি নান আদার দ্যান, বাংলার ফ্যাশন ক্যুইন ও স্টাইল আইকন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে ২৪ বছর কাটানোর পরও অডিশন দিতে কোনও সমস্যা নেই। ইগো-কে দূরে রেখে নিজের প্রতিভাকে বারবার মেলে ধরার সুযোগ একেবারে লুফে নেন। 

Advertisment

বছর ২৪ পর...

হালকা নীলাভ শাড়ি, ধূসর রঙের ব্লাউজ আর কপালে ছোট্ট একটা লাল টিপে স্নিগ্ধ স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ইন্ডাস্ট্রিতে ২৪ বছর কাটিয়ে ফেলার পরও অডিশন দিতে যাচ্ছেন। কলকাতা থেকে মুম্বইয়ের জার্নির মাঝে সোশ্যাল মিডিয়ায় মনের ভাবপ্রকাশ স্বস্তিকার। 

অডিশনে স্বস্তিকা

স্বস্তিকা ওই পোস্টে লিখেছেন ২৪ বছর পরও অডিশন দিতে যাচ্ছেন। পোস্ট দেখে বোঝা যাচ্ছে মুম্বইয়ে যাচ্ছেন অডিশনের জন্য। টলিপাড়ার নামজাদা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, নিজের উৎসাহকে আজ নিজেরই ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। অনেক অল্প বয়সে শিখে গিয়েছি কী ভাবে নিজের মেক আপ করতে হয়। 

মাকে ধন্যবাদ স্বস্তিকার

পোস্টে মা-কে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মায়ের কাছ থেকেই শিখেছেন কী ভাবে এক মিনিটে শাড়ি পরতে হয়। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এই শহরের কাছে কৃতজ্ঞ। 

ইগোকে দূরে সরিয়ে...

স্বস্তিকা বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালবাসেন। পোস্টে নিজের মত জানিয়ে লিখেছেন, প্রতিটি অভিনেতা-অভিনেত্রীর উচিত ইগোকে দূরে রেখে নতুন চরিত্র খোঁজার চেষ্টা করা। 

উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে

আমার বয়স যখন ২০ বা ২১ তখন থেকেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। তাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কেরিয়ার আকাশের তারার মতোই উজ্জ্বল হয়। ভবিষ্যৎ আলোকিত হয়।  

৪৪ বছরেও আমি...

আজ আমার বয়স ৪৪। এখনও আমি অন্য শহরকে নিজের ঘর বানাতে ভালবাসি। অন্তত চেষ্টা করি। এটাই আমার ভালবাসার জগৎ। 

 

Bengali Film Industry Swastika Mukherjree Bengali Cinema Bengali Film Bengali Actress
Advertisment