New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/22/y6B4vVfxpNU58daimjY8.jpg)
নিখোঁজের পরই খোঁজ মিলল 'টুরু লাভ'-এর
নিখোঁজের পরই খোঁজ মিলল 'টুরু লাভ'-এর
Swastika Mukherjee Latest Post:স্বস্তিকা মুখোপাধ্যায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন। সিনেমা-সিরিজে তাঁর অভিনয় বরাবরই মন ছুঁয়ে যায় দর্শকের। সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত লেটেস্ট সিরিজ নিখোঁজ ২। প্রথম পর্বের তুলায় দ্বিতীয় পর্বে একজন পুলিশ অফিসারের ভূমিকায় স্বস্তিকার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। জীবনের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। এছাড়াও অনেক সময় মনের আবেগ-অনুভূতিগুলো প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নেন সোশ্যাল মিডিয়াকে। এবার সেই মাধ্যমেই প্রকাশ্যে আনলেন স্বস্তিকার 'টুরু লাভ' কে। নিখোঁজের পরই খোঁজ মিলল 'টুরু লাভ'-এর?
তবে কোনও বিশেষ ব্যক্তি বা চারপেয় নয়। স্বস্তিকার 'টুরু লাভ' গরম গরম জিলিপি। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। ডায়েট বা শরীরচর্চা নিয়ে স্বস্তিকার যে ভীষণ মাথাব্যথা সেটা কিন্তু, একদমই নয়। সে কথা সংবাদমাধ্যমের সামনে নিজেই বারবার বলেন। এবার তো সোশ্যাল মিডিয়াতেও মিলল সেই প্রমান।
গরম গরম জিলিপি হাতে হাসিমুখে পোজ দিলেন স্বস্তিকা। এটা যে তাঁর কাছে কতখানি আনন্দের-তৃপ্তির সেটা চোখে-মুখেই স্পষ্ট। কমলা আর হলুদ হৃদয়ের ইমোজি দিয়ে স্বস্তিকা লিখেছেন, 'শুটিং সেট এ কে এসেছে? গরম গরম জিলিপি। পুরো টুরু লাভ।'
স্বস্তিকার এই পোস্টে আরও একটি বিষয় নজর কেড়েছে। সেটি হল পর্দার 'বৃন্দা' বিন্দাস চশমার ফ্রেম। একদিকে চৌকো আর একদিকে গোল। এটা বোধহয় স্টাইল আইকন স্বস্তিকা ছাড়া সত্যেই সম্ভব নয়। সেই জন্যই স্বস্তিকার স্টাইল স্টেটমেন্টও সুপারহিট। কমেন্ট বক্সেও তাঁর লেটেস্ট ফ্যাশন সেন্সের তারিফ করেছেন নেটিজেনরা। শ্যুটিং সেট থেকে ছবিটি পোস্ট করেছেন স্বস্তিকা।
তাই এই ইউনিক ফ্রেমটা চরিত্রের প্রয়োজনে না রিয়েল লাইফের সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। উল্লেখ্য, চোখে পাওয়ারের জন্য হরেক রকমের চশমা স্বস্তিকার কালেকশনে রয়েছে সে কথা নিখোঁজ ২-এর সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে নিজেই বলেছিলেন।
সম্প্রতি মেয়ের জন্মদিনে অন্বেশার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছিলেন, 'এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আর সেই সুন্দর মেয়েটি আমার। আমার সানসাইন, আমার হৃদস্পন্দন, আমার ভালবাসা, আমার সেরা ট্যুর পার্টনার, আমার খাওয়ার সঙ্গী। আশা করি তুমি ১০৩ বছর বাঁচবে।'
আরও লেখেন, 'একদিন আমরা একসঙ্গে উত্তরের আলো দেখব, আমার রামধনু। তুমি সারা বিশ্ব ঘুরে দেখ। যা স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ হোক। ভালবাসা ভালবাসা ভালবাসা, মাম্মা তাঁর হৃদয়ের সমস্ত ভালবাসা তোমাকে উজার করে দিয়েছে। মাম্মা তোমার 'বোচকা' সবসময় বহন করবে। আমি পরীর পায়ের ধূলো (fairy dust) পাঠাচ্ছি। তোমার উজ্জ্বল ভবিষৎ-এর পথে নক্ষত্র ছড়িয়ে।'