Advertisment

Swastika Mukherjee: চরম অমানবিকতা-নাগালের বাইরে ভাড়া, অসুস্থ কুকুরছানা নিয়ে উবার-এ ভয়াবহ অভিজ্ঞতা স্বস্তিকার

Swastika Mukherjee Uber Experience:অসুস্থ কুকুরছানা নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন স্বস্তিকা। উবার চালকের অমানবিক ব্যবহার থেকে পোষ্যদের জন্য স্পেশ্যাল ট্যাক্সির আকাশছোঁয়া ভাড়া, ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর।

author-image
Kasturi Kundu
New Update
Swastika Mukherjee shared she didn't casted vote because she didn't have name in list tollywood

অসুস্থ পোষ্যকে নিয়ে উবার-এ ভয়াবহ অভিজ্ঞতা স্বস্তিকার

Swastika Horrible Experience: স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘটছে একের পর এক অদ্ভুত ঘটনা। কখনও মাঝপথেই ক্রিকেট ম্যাচের জন্য বুক করা টিকিট নিয়ে ভাগলভা ডেলিভারি বয় তো কখনও আবার কুকুরছানা নিয়ে উবারে উঠতেই গাড়িচালকের সঙ্গে অশান্তি। পেট ফ্রেন্ডলি ট্যাক্সির ভাড়া আকাশছোঁয়া। সে যেন একেবারে নাকানিচোবানি খাওয়ার মতো অবস্থা স্বস্তিকার। উবার নিয়ে সাধারণ মানুষ থেকে সেলেব প্রায়ই অভিযোগ জানান। এবার অসুস্থ কুকুরছানা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় উবার চালকের অমানবিকতা দেখে তাজ্জব বনে গেলেন স্বস্তিকা। উবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর। 

Advertisment

স্বস্তিকা লিখছেন, 'কয়েকটি কুকুরছানাকে ভেটেনারিতে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যায় আমি একটি উবার বুক করেছিলাম। ওদের মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল। যখন গাড়ি এল আমি খুব সাবধানে বাস্কেটগুলো রাখলাম। তারপর ওটিপি দিলাম। বাস্কেট দেখেই ভ্রূ কুঁচকালেন গাড়িচালক। আমার কাছে যা জানতে চাইলেন সবটা বলেছি। বাস্কেটে কুকুরছানা ছিল সেটা ভালভাবেই বলেছি। আমি তো জানি উবারে পোষ্য নিয়ে যাওয়াই যায়। কিন্তু, গাড়িচালক আমাকে পরামর্শ দিলেন স্পেশ্যাল ট্যাক্সি নেওয়া উচিত ছিল। আপদকালীন পরিস্থিতিতে আমি এইরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি। আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা মেডিক্যাল ইমার্জেন্সি। এখুনি চিকিৎসকের কাছে যাওয়া খুব প্রয়োজন। এটা শুনে অমানবিকের মতো উত্তর দেন, এটা আমার সমস্যা নয়। এই ধরনের ব্যবহার কঠিন পরিস্থিতিতে একেবারেই কাম্য নয়।' 

Advertisment

অভিনেত্রী আরও যোগ করেন, 'ওই গাড়ি থেকে নেমে আমি পেট ফ্রেন্ডলি ট্যাক্সি বুকিংয়ের চেষ্টা করছিলাম। পাঁচ কিলোমিটারের জন্য ভাড়া দেখাল ৪৮৭ টাকা। যেখানে সাধারণ ক্যাবের খরচ মাত্র ১৫০ টাকা। পোষ্যদের জন্য স্পেশ্যাল ট্যাক্সিতে তো বাড়তি কোনও সুযোগ থাকে না। তাহলে এত ভাড়া কেন? সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর দাবি, এতদিন উবার ব্যবহার করছেন। আজ একটা জিনিস উপলব্ধি করেছেন এই সমাজে মানবিকতা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন সেটা পোষ্য হয়, তখন তা যেন আরও প্রকটভাবে দেখা দেয়।' 

এই পোস্টটি শেয়ার করে স্বস্তিকা অনুরোধ করেছেন, যাঁদের পোষ্য রয়েছে তাঁরা যেন এই ধরনের ঘটনার প্রতিবাদ করেন। কী কারণে পোষ্যদের জন্য স্পেশ্যাল ট্যাক্সির ভাড়া বেশি সেই উত্তর পাওয়াটাও খুব জরুরি বলে মনে করেন পর্দার 'বৃন্দা'। তাঁর পোস্টে রূপাঞ্জনা সহমত পোষণ করে লিখেছেন, 'আমিও উবারে ঠিক একই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। অনেক ধন্যবাদ যে তুমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছ।'

সম্প্রতি অনলাইন ডেলিভারি সংস্থা স্যুইগির সাহায্যে ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দুটি টিকিট আনাচ্ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সহকারী সৃষ্টি। অভিযোগ, মাঝপথেই নাকি সেই টিকিট দুটি নিয়ে চম্পট দেয় ওই ডেলিভারি বয়। ঘটনার ১৩ ঘণ্টা পরেও চুপ স্যুইগি এবং লাপাতা ওই ডেলিভারি বয়ও। অভিযোগ জানিয়েও যখন কোনও লাভ হয়নি তখন সোশাল মিডিয়ার দ্বারস্থ হয়ে দুর্ভাগ্যজনক ঘটনার কথা নিজেই শেয়ার করেছেন স্বস্তিকা।

Swastika Mukherjee Bengali Cinema Bengali Actress Bengali Film Bengali Film Industry
Advertisment