Swastika Saree Look: স্বস্তিকা মুখোপাধ্যায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনিয়ার সুপারস্টার। তুখর অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করে তেমনই তাঁর স্টাইল স্টেটমেন্টও সুপারহিট। ছকভাঙা ফ্যাশন সেন্স বরাবর মুগ্ধ করে অনুরাগীদের। একইসঙ্গে স্বস্তিকা অত্যন্ত সাহসিনী। তা সে ফ্যাশন সেন্সেই হোক বা কথাবার্তা। যে কোনও বিষয়ে বলিষ্ঠ মত প্রকাশ করতে বিন্দুমাত্র পাছপা হন না স্বস্তিকা।
সিনেমার গণ্ডি পেরিয়ে সিরিজেও বাজিমাৎ। নিখোঁজ-এ দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে স্বস্তিকা প্রতিটি দর্শকের দিল জিতে নিয়েছেন। নামজাদা তারকা হয়েও মাটির কাছাকাছি থাকতেই ভালবাসেন। এই মুহূর্তে সুদূর মুম্বইয়ে রয়েছেন স্বস্তিকা। নিজের মতো করে বাগদেবীর আরাধনা করলেন অভিনেত্রী। নিজের হাতে দিয়েছেন আলপনা।
হলুদ বর্ণের শাড়ির সঙ্গে খোঁপায় একই রঙের ফুল। কপালে লাল টিপ, হাতে চুরি আর মুক্তঝরা হাসিতে যেন আরও প্রাণবন্ত স্বস্তিকা। নাকে মারাঠি স্টাইলের নথ। সরস্বতীর সামনে বসে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বান্ধবী পরমা ঘোষের শাড়িতে আরও এবার নিঃসন্দেহে সরস্বতী পুজোর ফ্যাশনের 'ট্রেন্ড সেটার' স্বস্তিকা মুখোপাধ্যায়। বাঙালি আর মারাঠি স্টাইলের মিশ্রনে স্বস্তিকার সৌন্দর্যের স্নিগ্ধতায় মুগ্ধ সকলে। শুধু তাঁর বাহ্যিক সৌন্দর্যই নয়, রান্নার দিদির গয়নাতে সেজে স্বস্তিকার মনন-চিন্তনে আকৃষ্ট করছে অনুরাগীদের।
ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে পরমা লিখলেন, 'মুম্বই ২০২৫। ছোট থেকেই সরস্বতী পুজো নিয়ে ওঁর খুবই উত্তেজনা ছিল। এই দিনটার বিশেষ সাজসজ্জার দিকে বিশেষ নজর থাকত। নিজের হাতে আলপনাও দিতেন। উনি আমাকে মেয়েবেলার কথা শেয়ার কররা সঙ্গে এটাও বলেন রান্নার দিদির গয়নায় এবার সেজেছেন। এই বিশ্বের অনেক জিনিসই ওঁর সংস্পর্শে এসে সুন্দর হয়ে যায়।' পরমার পোস্টে পালটা স্বস্তিকা তাঁকে ধন্যবাদ জানান।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি শাড়ি লুকের ছবি শেয়ার করেছেন। কোনওটায় নীল-হলুদ-সবুজ কম্বিনেশনের শাড়ি তো কোনওটায় আবার লাল রঙের স্লিভলেস ব্লাউজের সঙ্গে অন্য স্টাইলের হলুদ শাড়ি। দোসর বড় সাইজের নথ। আনকোড়া স্টাইলে বরাবরই স্বচ্ছন্দ স্বস্তিকা। মায়ানগরীতে বসন্ত পঞ্চমী কাটিয়েছেন স্বস্তিকা।
তাই কলকাতা থেকে দূরে থাকলেও হলুদ শাড়ির ঐতিহ্য থেকে যাতে তিনি বঞ্চিত না হন সেই জন্য অনেকগুলো শাড়ি পাঠিয়েছেন। জীবনে কখনও সরস্বতী পুজোয় তিনবার শাড়ি পরিবর্তন করেননি। এবার পরমার সৌজন্যে স্বস্তিকা যেভাবে শাড়ি বদলালেন সেই সুযোগ আর কেউ পাননি বলেও নিশ্চিত স্বস্তিকা। আর এই ঘটনায় নিজেকে বিজয়ী মনে হচ্ছে অভিনেত্রীর। পরমার শাড়ির কদর তাঁর থেকে ভাল কেউ জানেন না বলেও দাবি স্বস্তিকার।