Swastika Mukherjee Self Birthday Wish: ১৩ ডিসেম্বর টলি ক্যুইন স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। গতে বাঁধা জীবনে একেবারেই চলতে পছন্দ করেন না স্বস্তিকা। সাজসজ্জা থেকে জীবনযাপন সবটাই স্বস্তিকা করেন নিজস্ব স্টাইলে। ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনটাকে চেটপুটে উপভোগ করেন বং বিউটি স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যামাত্র।
শুক্রে ৪৪-এ পা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জেন ওয়াইকে টেক্কা দিয়ে স্টাইল আইকন হয়ে উঠেছেন বছর ৪৪-এর এই বাঙালি অভিনেত্রী। জন্মদিনে প্রায় নো-মেকআপ লুকে ছাপোষা একটি ছবি পোস্ট করেছেন। ঠোঁটে নামমাত্র লিপস্টিকের ছোঁয়া, ছবিতে স্পষ্ট কাঁচা-পাকা চুল, চোখে বড় মাপের মোটা ফ্রেমের গোলাপি চশমা। জন্মদিনে নিজেই নিজের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন বার্থ ডে গার্ল স্বস্তিকা?
অভিনেত্রী লিখেছেন, 'হে প্রিয় তোমাকে ৪৪ তম শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। যে ধূসর বর্ণের চুল দেখে অনেকে ভয় পায় সেগুলো তো রুপোর থেকেও উজ্জ্বল। তুমি দেখছ আমার ক্লান্ত চোখ কিন্তু, আমি দেখছি অভিজ্ঞতা। তুমি দেখছ আমার চোখের নীচের কালি(ডার্ক সার্কল) আর আমি দেখছি সাফল্য'।
বয়স নিয়ে যে বিন্দুমাত্র তোয়াক্কা করেন না তা বুঝিয়ে দিতে লিখলেন, 'তুমি দেখছ বলিরেখা আর আমি পেয়েছি প্রকৃত মহিলা। আমি দেখছি একজন শিল্পী, মা ও বন্ধুকে। তোমার কাছে অনেক প্রস্তাব আসতে পারে তবুও তুমি তোমার মতো দয়ালু, সৎ থাকো। সবসময় মনে রেখো, আমি সবসময় তোমার পিছনে আছি। যখন প্রয়োজন পড়বে না তখনও থাকব। মনে রাখবে আমি সবসময় যদি ভালবাসা নাও চাও তবুও তোমাকে ভালবাসব। হ্যাপি বার্থডে SM। আনন্দের সঙ্গে সামনের দিকে এগিয়ে চল।'
স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টবাদী। ৪০-এর পর একটি নারী শরীর কেমন হতে পারে সেই নিয়েও সোশ্যাল মিডিয়ায় সাহসী পোস্ট করেছিলেন। মেয়েদের পিরিয়ডস কোনও লুকোনোর জিনিস নয়, সে কথাও সকলের সামনে অকপটে বলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্রোতের বিপরীতে চলতে গিয়ে নিন্দুকদের সমালোচনার শিকার হন অভিনেত্রী। কিন্তু, সেই বিষয়ে ভাবলেশহীন স্বস্তিকা। ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দে ৪৪-এ 'বিন্দাস' স্বস্তিকা।
আরও পড়ুন: ভুল ভুলাইয়া ৩-এর সাফল্যের পরই সিঙ্গল টু মিঙ্গল, নতুন বছরে নয়া অঙ্গীকার কার্তিকের