মায়ের পুজোয় মেয়ে বাড়ি ফিরেছেন, সাজুগুজু আর উৎসব হবে না এও আবার হয় নাকি। মেয়ে অন্বেষাকে সঙ্গে নিয়েই স্বস্তিকা হাজির বাসন্তী পুজোয়। পরনে শাড়ি মা মেয়ে দুজনেরই। পুজোর আনন্দে মাতলেন অভিনেত্রী।
Advertisment
স্বস্তিকা পড়েছেন পেস্তা রঙের শাড়ি, এবং অন্বেষার পরনে হালকা ল্যাভেন্ডার রঙের বসন - মায়ের মত মেয়েও কিন্তু শাড়ি পড়তে বিরাট পারদর্শী। মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় সাবেকি সাজে। এবার বাসন্তী পুজো উপলক্ষেই মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছেন অন্বেষা। স্প্রিং ব্রেকে বাড়ি এসেছে মেয়ে, তাই তো মা স্বস্তিকা বেজায় খুশি। এখন শুধুই তাঁর সঙ্গে সময় কাটানোর পালা। সমাজমধ্যমে তিনি লিখলেন...
"বসন্ত কালে বাসন্তী পুজো। কিন্তু আনন্দের শেষ নেই, কারণ আমার মেয়ে ছুটি উপলক্ষে বাড়ি এসেছে। ও যখন আবার চলে যাবে তখন মন খারাপ হয়ে যাবে। তাই এখন শুধুই আনন্দ করার সময়। এই কিছু সপ্তাহ শুধুই মেয়ে আমি, মাছের ঝোল আর অঢেল ভালবাসা"। মেয়ে চলে গেলেই যে আবার মন খারাপ। তাঁর সঙ্গে বাসন্তী পুজো বলে কথা, মা দুর্গার আরেকবার বাপের বাড়ি আসার সঙ্গে সঙ্গেই উৎসবের আমেজ নানান এলাকায়।
বাইরে গরমও কম নয়। মেয়েকে শাড়ি পড়াতে গিয়ে কি নাজেহাল স্বস্তিকা? অভিনেত্রীর কথায়, পুজো তে শাড়ি পরা মাস্ট। যতই গরম লাগুক। আরতি, পুজোর অঞ্জলী সব মিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন মা এবং মেয়ে।