চাপা রং, সাধারণ ঘরের মেয়ে। কোনও কাজেই বিশেষভাবে পারদর্শী নয়। এহেন মেয়ের বিয়ের সম্বন্ধ আসবে না প্রথা মানা সমাজে এটাই স্বাভাবিক। লাজুক, আত্মবিশ্বাসের অভাব থাকা টুকুর ভূমিকাতেই ইশা সাহা। ছবি 'সোয়েটার'। কিন্তু বারবার ঘরোয়া মেয়ের চরিত্রেই দেখা যায় তাকে। 'প্রজাপতি বিস্কুট' ছবিতে নিদেন পক্ষে তাইই দেখা গিয়েছে। এ তো ছোট্ট মিল, এখনও পর্যন্ত দুটো ছবি রিলিজ করেছে তাঁর, তৃতীয়টি ছবির থিয়েটারে। কিন্তু প্রতিটা ছবির গান জনপ্রিয়। ''যদি এটা হয় তাহলে ভাল হয়, দুটো ছবিতে তো তাই হল। যদি এরপরেও হয় তাহলে তো ভীষণই ভাল খবর। তবে দুর্গেশগড়ের সম্প্রতি ডাবিং করেছি, গানগুলোও খুব সুন্দর'', বলছিলেন ইশা।
ডানদিক থেকে সৌরভ, ইশা ও পরিচালক শিলাদিত্য।
প্রসঙ্গত, ইশার প্রথম ছবির গানও ভাইরাল হয়েছিল, আর জনপ্রিয়তা পেয়েছে সোয়েটারের গানও। 'প্রেমে পড়া বারণে' মজেছে জেনারেশন। শিলাদিত্য মৌলিকের কথায়, ''গানটা এতটা হিট হয়ে যাবে জানা ছিল না। পাঁচটা গানের একটা গান খুঁজছিলাম। ছবিটা তৈরির সময় গানটা তৈরি হয়নি। আমি নিজের মতো করে শুট করেছিলাম। পরে রণজয় গানটা বানিয়েছে। গানটা শুনেই বলেছিলাম এটা কাওকে দেওয়া যাবে না। প্রেমে পড়া বারণ গানটা রাখার জন্য ছবির এডিট বদলে দিয়েছিলেন পরিচালক''।
আরও পড়ুন, সাইনি আহুজার সঙ্গে জুটি বেঁধে বলিউডে ডেবিউ রিঙ্গোর
জয়িতা সেনগুপ্তের ছোটগল্প ‘উল কাঁটা’ থেকেই সোয়েটারের সূত্রপাত। ছবিতে শাশুড়ির চরিত্রে জুন মালিয়া, টুকুর বাবার ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, এবং বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। এছাড়াও রয়েছেন সৌরভ দাস ও পর্দায় টুকুর বোন অনুরাধা মুখোপাধ্যায়। রয়েছেন পরিচিত টেলিভিশন অভিনেতা ফারহান ইমরোজ। প্রমোদ ফিল্মস, পিএসএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘সোয়েটার’ এর সঙ্গীত পরিচালনা করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রণজয় ভট্টাচার্য।