Rubel-Sweta Wedding Card: গ্রিটিংস কার্ডের আদলে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড, বধূবরণের কার্ডে কোন চমক?

Rubel-Sweta Wedding Card Design: রুবেল-শ্বেতার বিয়ের কার্ডে বিশেষ চমক। শ্বেতার ভাবনায় ছেলেবেলার স্মৃতিকে ফিরিয়ে আনা। রুবেলের ভাবনায় কোন চমক?

Rubel-Sweta Wedding Card Design: রুবেল-শ্বেতার বিয়ের কার্ডে বিশেষ চমক। শ্বেতার ভাবনায় ছেলেবেলার স্মৃতিকে ফিরিয়ে আনা। রুবেলের ভাবনায় কোন চমক?

author-image
Kasturi Kundu
New Update
rubel sweta

শ্বেতা-রুবেলের বিয়ের কার্ড

Rubel-Sweta Wedding Card Video: কাউন্টডাউন শুরু। 'মিস টু মিসেস' হওয়ার অপেক্ষায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এই মুহূর্তে রুবেলের সঙ্গে জমিয়ে আউবুড়ো ভাত খাচ্ছেন পর্দার 'শ্যামলী'। রুবেল-শ্বেতার একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। তাঁরাো এই বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। ফটোশ্যুটের জন্য বহুবার বধূবেশে ধরা দিয়েছেন শ্বেতা।

Advertisment

এবার রিয়েল লাইফে কনের সাজে দেখার অপেক্ষায় শ্বেতার অনুরাগীরা। দোসর হবু বর রুবেলও। একাধিক সাক্ষাৎকারে হবু বর বলেছেন, বাস্তবে স্ত্রীর সাজে শ্বেতাকে দেখতে মুখিয়ে রয়েছেন পর্দার সৃজন। বিয়ের কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে বিয়ের কার্ড। এবার নিজেই বিয়ের কার্ডের ডিজাইন দেখালেন 'ব্রাইড টু বি' শ্বেতা ভট্টাচার্য।

Advertisment

শ্বেতার সঙ্গে বধূবরণের কার্ডও দেখিয়ে দিলেন রুবেল। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হল হবু দম্পতির বিয়ে-বধূবরণের কার্ড। চেনা ছকের বাইরে বিয়ের কার্ডের ডিজাইন পছন্দ করেছেন শ্বেতা। ছোটবেলার গ্রিটিংস কার্ডের নস্ট্যালজিয়াকে তুলে ধরা হয়েছে ওয়েডিং কার্ডে।

দুজনের ছবি দিয়ে হাতে এঁকে বানানো হয়েছে এই কার্ড। মেয়েবেলার স্মৃতিকে ফিরিয়ে এনে জিয়া নস্ট্যাল রুবেলের প্রিয়তমা শ্বেতা ভট্টাচার্য। শৈশব পেরিয়ে কৈশোর তারপর ছাদনাতলায় যাওয়ার সময়, জীবনের এই জার্নিটাকে বিয়ের কার্ডে ফুটিয়ে তোলার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন শ্বেতার ভক্তরা।  

বধূবরণের কার্ডেও রয়েছে অভিনবত্ব। সেখানেও রয়েছে হাতের কাজের ছোঁয়া। সিঁদুরদানের ছবির আদলে বানানো হয়েছে কার্ডটি। কী কারণে শ্বেতার সিঁদুর পরা ছবি দিয়ে কার্ড বানিয়েছেন তাও খোলসা করেছেন রুবেল। যেহেতু বিয়ের পরই বউভাতের অনুষ্ঠান তাই এই ডিজাইনটিকে বেছে নিয়েছেন টেলি অভিনেতা।

 প্রিয় বন্ধু ও স্টাইলিস্ট রুদ্র সাহা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। পরের ভিডিওতে বর-কনের সাজে দুজনকে হাজির করবেন সেই প্রতিশ্রুতিও দিয়েছেন। যমুনা ঢাকিতে একসঙ্গে কাজ করার সময়ই একে অপরের কাছাকাছি আসেন। দীর্ঘ প্রেমের সম্পর্ক এবার পরিণতি পাবে বিয়েতে। 

Bengali Serial Bengali Actor Bengali News Bengali serial TRP Bengali Film Industry Rubel das Sweta Bhattacharya rubel sweta wedding, rubel sweta marriage