Sweta Bhattacharya: লাল বেনারসি, কপালে চন্দনের ফোঁটা আর সিঁথিতে চওড়া সিঁদুর। গা ভর্তি গয়নায় নববধূর সাজে টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিক থেকে যেন ফেরানো যাচ্ছে না। তাঁর মুখের ওই মিষ্টি হাসি যেন সৌন্দর্যকে আরও একটু তোল্লাই দিয়েছে। কাজল কালো দুচোখ যেন রুবেলের অপেক্ষায় পথ চেয়ে রয়েছে। কী ভাবছেন, অবশেষে বিয়ের পিঁড়িতে শ্বেতা ভট্টাচার্য!
না, আসলে বিশিষ্ট স্টাইলিস্ট রুদ্র সাহা তাঁর ইনস্টা অ্যাকাউন্টে নিজের পছন্দের শ্বেতার ব্রাইডল লুকের এক ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে, এতদিন শ্বেতাকে বিয়ের সাজে যতবার ফটোশ্যুটের জন্য সাজিয়েছেন, সেগুলির মধ্যে এটি তাঁর কাছে সেরার সেরা।
নতুন বছরে জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা করতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের অন্যতম সফল এই জুটি রিয়েল লাইফে পেয়েছে পাওয়ার কাপলের তকমা। নতুন ইনিংস শুরুর কাউন্টডাউন করছেন দুজনেই। আইবুড়ো ভাত পর্বের ঝলকও উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। প্রিওয়েডিং ফটোশ্যুটেও মাত দিয়েছেন রুবেল-শ্বেতা।
এখন শুধু অপেক্ষা পান পাতা দিয়ে মুখ ঢেকে ছাদনাতলায় শ্বেতার পৌঁছনোর। চরিত্রের প্রয়োজনে বহুবার নববধূর সাজে নজর কেড়েছেন শ্বেতা ভট্টাচার্য। বাস্তবে মনের মানুষ রুবেলের হাতে সিঁদুরদানের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন ছোট পর্দার শ্যামলী।
এই জুটির একটা বিরাট ফ্যান ফলোয়ার্সও আছে। তাঁরাও স্বামী-স্ত্রী হিসেবে রুবেল-শ্বেতাকে দেখার জন্য অপেক্ষারত। বিশিষ্ট স্টাইলিস্ট রুদ্র সাহার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শ্বেতার ব্রাইডল লুকের ভিডিও পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ও শ্বেতার লুকে মুগ্ধ। রিয়েল লাইফে রুবেলের পাশে কনের সাজে ব্রাইড টু বি শ্বেতাকে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় এর আগে বেশ কয়েকবার শ্বেতার ব্রাইডল লুকের ফটোশ্যুটে তাক লাগিয়ে দিয়েছেন রুদ্র।
শ্বেতাকে বিয়ের দিন অপরূপা করে তোলার দায়িত্ব তাঁরই কাঁধে। হবু কনেকে সুন্দর করে সাজিয়ে তোলার টিপসও চেয়েছেন স্টাইলিস্ট রুদ্র সাহা। হবু দম্পতিকে আইবুড়ো ভাতও খাইয়েছেন রুদ্র। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছিলেন। রুবেলের মাথায় টোপর আর শ্বেতার মাথায় মুকুট পরিয়ে সাজিয়েছিলেন তাঁদের কাছের বন্ধু।
শুধু কী তাই! থালায় সাজানো মাছের মাথা দিয়ে শ্বেতাকে বরণ করেছেন রুবেল। এই কাণ্ড দেখে হেসে কুটোপুটি পর্দার শ্যামলী। একসঙ্গে কেক কেটে একে অপরকে খাইয়েও দিয়েছেন শ্বেতা-রুবেল। সকলের সঙ্গে হইহই করে জমে গিয়েছিল লাভবার্ডসের আইবুড়ো ভাত পর্ব।