ক্রিজে ব্যাট-বল হাতে মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু (Taapsee Pannu)। পুরুষতান্ত্রিক বাইশ গজে কীভাবে ঝড় তুলেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের এই মহিলা অধিনায়ক? সেই লড়াইয়ের পয়লা ঝলক-ই প্রকাশ্যে এল সোমবার। ‘সাব্বাশ মিঠু’র (Shabaash Mithu teaser) পরিচালক-ক্যাপ্টেন বর্তমানে ফেলুদা সিরিজের শুটিংয়ে 'দার্জিলিং জমজমাট' করে ফেলেছেন। তার মাঝেই সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তিনি।
ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) জুতোতে পা গলানোর জন্য কম কসরত করেননি তাপসী পান্নু। যথাযথ প্রশিক্ষণ নিয়েছেন। কড়া হোমওয়ার্কের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। শুটের আগে নিয়মিত ঘণ্টা খানেক রেখেছেন শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। ক্রিকেট অধিনায়িকার ভূমিকায় যখন, তখন ম্যাচের কৌশলীও তাঁকে শিখতে হয়েছে অভিনেত্রীকে। এমনকী সূত্রের খবর, মিতালির বেশ কিছু ম্যাচের ক্লিপিংসও দেখে নিয়েছিলেন তাপসী। তা ক্যামেরার সামনে ক্রিকেট অধিনায়িকার ভূমিকা কতটা ফুটিয়ে তুলতে পারলেন অভিনেত্রী? সোমবার টিজারেই দেখা গেল তাঁর পয়লা ঝলক।
পরনে ব্লু জার্সি। হাতে ব্যাট-বল। বাইশ গজে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের জনপ্রিয়তার মোড় কীভাবে ঘুরিয়েছিলেন মিতালি? তার জীবনের উত্থান-পতনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘সাব্বাশ মিঠু’। মিতালির ভূমিকায় যেখানে তাপসী পান্নু, সেখানে বিজয় রাজকে দেখা যাবে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। পয়লা ঝলকেই দেখা গেল, মিতালির চরিত্রে ক্রিকেট টিমের জার্সি গায়ে যখন তাপসী ক্রিজে প্রবেশ করছেন, তখন গ্যালারিতে বসে থাকা দর্শকদের উচ্ছ্বাস দেখার মতো। দেখুন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাব্বাশ মিঠু’র টিজার।
<আরও পড়ুন: মা হচ্ছেন সোনম, খুশিতে ডগমগ ‘হবু দাদু’ অনিল কাপুর, বললেন…>
‘বেগমজান’-এর পর মুখুজ্জ্যে মশাইয়ের দ্বিতীয় বলিউড ছবি, উপরন্তু ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক বলে কথা, যে ভূমিকায় কিনা অভিনয় করছেন অনুরাগ কাশ্যপের প্রিয়পাত্রী তাপসী পান্নু (Tapsee Pannu), তা এই সিনেমা নিয়ে যে সৃজিত-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল-উত্তেজনা থাকবেই, তা বলাই বাহুল্য। এদিন টিজার প্রকাশ্যে আসার পরও সেই উচ্ছ্বাস ধরা পড়ল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন