Tahira Kashyap Cancer Relapsed: সালটা ছিল ২০১৮। সেই বছর স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভিকি ডোনারের স্ত্রী ও পরিচালক তাহিরা কাশ্যপ। মারণরোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের জার্নির কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন তারকা পত্নী। খোলার পিঠের সাহসী ছবি পোস্ট করে স্তন ক্যানসারের অস্ত্রোপচারের ক্ষতও দেখিয়েছেন। কেমোথেরাপির কারণে মাথার সব চুল পড়ে গিয়ে নেড়া হয়ে গিয়েছিলেন। জীবনের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাহিরা কাশ্যপ। সুস্থ জীবনযাপনই করছিলেন। সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। World Health Day-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই বার্তা দিয়েছেন বলিউডের ভিকি ডোনার ওরফে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।
আরও পড়ুন - Rahul Banerjee on Thakurpukur Accident: 'সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ', ভয়ঙ্কর ক্ষুব্ধ রাহুল...
তাহিরা পেশায় একজন লেখক ও চলচ্চিত্র নির্মাতা। সোমবার সকালে ইনস্টাগ্রামে মন খারাপ করা এই খবর শেয়ার করে তাহিরা লিখেছেন, 'জীবন যখন তোমাকে লেবু দেবে তখন সেটা দিয়ে লেমোনেড বানাতে হবে। কেউ যদি লেবুর রস বের করার পর সেই খোসা আপনার দিকে ছুঁড়ে দেয় তখন সেটাও সাদরে গ্রহণ করুন। প্রয়োজনে সেগুলো লেমোনেডে মিশিয়ে সেটিকে আরও সুস্বাদু করে পান করুন। একজনের জন্য এটি দুর্দান্ত একটি পানীয় হতে পারে আবার কেউ সেটিকে আরও ভাল করে বানানোর চেষ্টা করবে।'
সাত বছরের লড়াই প্রসঙ্গে তাহিরা লেখায় লেখকসত্ত্বা প্রকাশ্যে। মনের জোর বাড়াতে তিনি লিখছেন, 'সাত বছর কেমোথেরাপির যন্ত্রণা সহ্য করেছি। নিময়িত চিকিৎসকদের তত্ত্বাবদানে থেকেছি। ভবিষ্যতেও আমাকে এই নিয়মের মধ্যেই থাকতে হবে। যাঁরা এই কঠিন রোগে আক্রান্ত তাঁদেরকে আমার পরমার্শ নিয়মিত mammograms করান। আমার জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আমিও এই পদ্ধতির মধ্যে দিয়েই যাব। দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়া নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত' এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই পরিচিতমহল তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। ইন্ড়াস্ট্রির সতীর্থরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্ত্রীর পাশে সর্বদা রয়েছেন. আয়ুষ্মান খুরানার সেই প্রতিশ্রুতি কমেন্ট বক্সে জ্বলজ্বল করছে।