Tahira Kashyap Operation: সালটা ছিল ২০১৮। সেই বছর স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভিকি ডোনারের স্ত্রী ও পরিচালক তাহিরা কাশ্যপ। চিকিৎসার পর ক্যানসার মুক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু, দীর্ঘ সাত বছর ফের মারণরোগ ক্যানসারের কামব্যাক। দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হয়েও মনের জোর হারাননি তাহিরা। বরং সাহসীকতার সঙ্গে ফের লড়াইয়ের ময়দানে নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় শারীরিক পরিস্থিতির কথা সকলের সঙ্গে শেয়ার করছেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সূর্যমুখী হাতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন যাঁরা এই কঠিন সময়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তাহিরা। ক্যানসারকে জয় করে আরও একবার সুস্থ জীবনে ফেরার অদম্য মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন প্রিয়জনেরা। অস্ত্রোপচারের আগের মুহূর্তে চিকিৎসকরা তাঁর মনের জোর বাড়াতে কী করেছিলেন এবার সেই ঘটনাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন আয়ুষ্মান পত্নী। অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা কী ভাবে গান শুনিয়ে মনের উদ্বেগ কমানোর চেষ্টা করেছিলেন সেই কথা শেয়ার করলেন তাহিরা কাশ্যপ।
ইন্সটাগ্রামে তাহিরা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, 'স্ক্যানিং করতে যখন ঢুকব সেই সময় চিকিৎসকরা আমার মনের ভয় দূর করতে গান চালিয়েছিলেন। আমি তখন শুয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই স্ক্যানিং রুমে নিয়ে যাবে। আমি ওঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছিলাম, আপনাদেরকে ধন্যবাদ কিন্তু, গানটা বন্ধ করে দিন।' তাহিরার জীবনের সঙ্গে যেন কোথাও যেন রিল-রিয়েল মিলেমিশে একাকার। কাল হো না হো ছবিতেও শাহরুখকে গান শুনিয়েছিল চিকিৎসকরা। অপরেশন থিয়াটারের ভিতর যে ঘটনাটা ঘটেছে সেটা পড়ে চোখের সামনে নিঃসন্দেহে ভেসে উঠবে অমিতাভ অভিনীত জঞ্জির ছবির সেই দৃশ্য।
কারণ তাহিরা লিখেছেন, 'অপারেশন থিয়েটারে যখন পৌঁছলাম তখন অ্যানেস্থেসিওলজিস্ট আমার কাছে জানতে চেয়েছিলেন আমার কোন গানটা শুনতে ভাল লাগে। আমি বলেছিলাম, চোখের সামনে দেখছি অস্ত্রোপচারের জন্য ট্রের উপর সব যন্ত্রপাতি রাখা। এমন গানই এখন মনে পড়ছে।' তাহিরার পোস্টের শেষাংশের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে পহেলা ন্যশা গানটার। ৭০ বছরের এক বৃদ্ধার এক তরুণ রোগীর সঙ্গে এক অভিনেতার প্রেমের গল্প শুনছিলেন।
হাসপাতালের সেই মুহূর্তের কথা উল্লেখ করে ফিল্মমেকার তাহিরা লিখেছেন, 'অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর চিকিৎসক আমাকে করিডরে একটু ঘুরতে বললেন। আমি বুঝতে পারিনি অন্য রোগীদের ভাল-মন্দ জানতে পারব। ৭০ বছরের এক বৃদ্ধা একজন নামী অভিনেতার প্রাক্তন ও বর্তমান প্রেমকাহিনি মন দিয়ে শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। ভগবানের নামে শপত করে বলছি, আমি শুনলাম ওই বৃদ্ধা বললেন উনি যদি এত উত্তেজনা ছড়াতে পারেন তাহলে আমি কেন পারব না? আমি সবসময় বিশ্বাস করি রিল টু রিয়েল সিনেমার একটা গভীর প্রভাব রয়েছে।'
আরও পড়ুন 'সকলের ভালবাসা প্রার্থনায়...', ৭ বছর পর দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত! কেমন আছেন আয়ুষ্মান পত্নী তাহিরা?