Tahira Kashyap Health: 'সকলের ভালবাসা প্রার্থনায়...', ৭ বছর পর দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত! কেমন আছেন আয়ুষ্মান পত্নী তাহিরা?

Tahira Kashyap Health Update: World Health Day-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তাঁর শরীরে ফের বাসা বেঁধেছে ক্যানসার। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে হেলথ আপডেট দিলেন আয়ুষ্মান ঘরণী।

Tahira Kashyap Health Update: World Health Day-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তাঁর শরীরে ফের বাসা বেঁধেছে ক্যানসার। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে হেলথ আপডেট দিলেন আয়ুষ্মান ঘরণী।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
হেলথ আপডেট দিলেন আয়ুষ্মান ঘরণী।

হেলথ আপডেট দিলেন আয়ুষ্মান ঘরণী

Tahira Kashyap Cancer: সালটা ছিল ২০১৮। সেই বছর স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভিকি ডোনারের স্ত্রী ও পরিচালক তাহিরা কাশ্যপ। মারণরোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের জার্নির কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন তারকা পত্নী। খোলার পিঠের সাহসী ছবি পোস্ট করে স্তন ক্যানসারের অস্ত্রোপচারের ক্ষতও দেখিয়েছেন। কেমোথেরাপির কারণে মাথার সব চুল পড়ে গিয়ে নেড়া হয়ে গিয়েছিলেন। জীবনের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাহিরা কাশ্যপ।

Advertisment

সুস্থ জীবনযাপনই করছিলেন। সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। World Health Day-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই বার্তা দিয়েছেন বলিউডের ভিকি ডোনার ওরফে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। কমেন্ট বক্স তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সতীর্থ থেকে নেটনাগরিকরা। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই হেলথ আপডেট শেয়ার করলেন তাহিরা।

Advertisment

আরও পড়ুন: ৭ বছর পর ফের শরীরে বাসা বাঁধল ক্যানসার, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা?

সূর্যমুখী ফুল হাতে হাসি মুখের একটি ছবি পোস্ট করেছেন তাহিরা। বহু মানুষ তাঁকে দূর থেকে মনের জোর বাড়িয়েছেন। দ্রুত সুস্থ হয়ে আরও একবার স্বাভাবিকজীবনে ফিরতে পারেন সেই কামনা করেছেন বহু মানুষ। তাঁদের মধ্যে অনেককেই চেনেন আবার কাউকে চেনেন না। কিন্তু, সকলের ভালবাসা-শুভেচ্ছায় আপ্লুত আয়ুষ্মান পত্নী। তাঁর মতে, এটাই তো সম্পর্ক। অচেনা-অজানা কারও সুস্থতা কামনাই তো প্রকৃত মনুষ্যত্ব। 

ইনস্টা হ্যান্ডেলে পরিচিত-অপরিচিত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, 'সকলের ভালবাসা প্রার্থনা আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করছে। অনেক ধন্যবাদ। আমি বাড়ি ফিরেছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।' তাহিরা যোগ করেছেন, 'আমি জানি যাঁরা আমার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তাঁদের অনেককেই আমি চিনি না। তবুও তাঁদের আশীর্বাদ পাচ্ছি। ঠিক একইরকমভাবে আমাকেও হয়ত অনেকে চেনে না। কিন্তু, একজন মানুষের কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। এটাই তো সম্পর্কের আসল বন্ধন। সবকিছুর ঊর্ধে মানবিকতা।'

আরও পড়ুন: ভিক্টোর সঙ্গে ৫ বছরের সম্পর্ক, ঠাকুরপুকুরকাণ্ডে লজ্জিত 'প্রাক্তন' অনিন্দিতা

অভিনেত্রী মন্দিরা বেদীও তাহিরাকে লিখেছেন, আমি প্রতিদিন তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। রাজকুমার রাও বলছেন, তুমি তো সাহসী মেয়ে। আমার তরফে অনেক ভালবাসা। এছাড়াও আক্কি ঘরণী টুইঙ্কেল খান্না, হিনা খান, ভূমি পেদনেকর সহ খুরানা পরিবারের প্রত্যেকে তাঁর সুস্থতা কামনা করছেন।

Tahira Kashyap cancer Bollywood News bollywood movie