Advertisment
Presenting Partner
Desktop GIF

Vijay-Rashmika Lunch Date : প্রেমেচর্চা উসকে বিজয়-রশ্মিকার 'উই টাইম', ফাঁস সিক্রেট লাঞ্চ ডেটের ছবি

Vijay-Rashmika Lunch : বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানার প্রেম নিয়ে চর্চা অনেকদিনের। এবার ফাঁস হয়ে গেল চর্চিত কাপলের সিক্রেট লাঞ্চ ডেটের মুহূর্ত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রেমেচর্চা উসকে বিজয়-রশ্মিকার 'উই টাইম'

প্রেমেচর্চা উসকে বিজয়-রশ্মিকার 'উই টাইম'

Vijay-Rashmika Dating : দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে এখন যেন ভালোবাসার মরশুম। আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি চার হাত এক হবে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ারও। বিজয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চর্চিত লাভ বার্ডসের সিক্রেট লাঞ্চ ডেটের ছবি। নাল রঙের ক্রপ টপে সেলেব পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছেন লেডি সুপারস্টার রশ্মিকা। অন্যদিকে মাথায় টুপি পরে মন দিয়ে খাবার খেতে ব্যস্ত বিজয়। প্রেমের গুঞ্জনের মাঝে বিজয়-রশ্মিকার লেটেস্ট ফটো এই চর্চাকে আরও একটু উসকে দিল বই কী। 

Advertisment

ক্যাজুয়ল লুকে বিজয়-রশ্মিকার ছবি দেখে কিন্তু, খুশি জুটির ভক্তরা। এর আগেও বিমানবন্দরে দেখা গিয়েছে দুজনকে। তবে বিজয় বা রশ্মিকা কেউই কখনও ব্যক্তিগত বিষয়ে মুখ খোলেননি। বরং সংবাদমাধ্যমের সামনে নিজেদের বন্ধু বলেই উপস্থাপন করেছেন। ২০২৩-এর গোড়ার দিকে দুজনেই মালদ্বীপ থেকে আলাদা ছবি পোস্ট করেছিলেন। যা দেখে বেশ ভালোই বোঝা গিয়েছিল তাঁরা একসঙ্গেই ছুটি কাটাতে মালদ্বীপ উড়ে গিয়েছেন। 

অতীতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয়ের প্রসঙ্গে রশ্মিকার সংযোজন, এই ধরনের গুজবগুলো কিন্তু বেশ মিষ্টি একটা ব্যাপার। আমি আর বিজয় একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। কেরিয়ারের শুরুর দিকে আমাদের কাজ দর্শকের ভালো লেগেছিল। সেই সময় আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের বিশেষ ধারনাও ছিল না। কিন্তু, কাজের সূত্রে আমাদের মধ্যে বন্ধুত্বের একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বেশ কিছু কমন ফ্রেন্ডও রয়েছে। হায়দরাবাদে আমাদের দুজনেরই বন্ধুদের একটা বিরাট গ্যাং আছে। এটা বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়। তাই আমাদের নিয়ে এই রকম গুঞ্জন শুনলে রাগের বদলে হাসি পায়। মজা হয়।"

অন্যদিকে বিয়ে প্রসঙ্গে ২০২৩-এ এক সাক্ষাৎকারে দক্ষিণের হ্যান্ডসাম হ্যাঙ্ক মজা করে বলেছিলেন, দক্ষিণের হ্যান্ডসাম হাঙ্ক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার মতে, বিয়ের আইডিয়াটা বেশ ভাল। এ নিয়ে খোলাখুলি কথা বলতে আমার কোনও আপত্তি নেই। আসলে বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে। সেগুলো দেখে আমি বেশ মজা পাচ্ছি।'

আরও পড়ুন: বেনারসি-মুকুটে নববধূর সাজ, কালরাত্রির ট্রেলার লঞ্চে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'

 

Vijay Deverakonda Rashmika Mandanna South Film Industry
Advertisment