Actor getting Married: কিছুদিন আগেই মৃত্যুমুখ থেকে ফিরেছেন, এবার প্রকাশ্যেই বিয়ের কথা জানালেন ৪৭ এর অভিনেতা...

কিছুদিন আগেই খবর এসেছিল যে তিনি নাকি প্রকাশ্য স্টেজে লুটিয়ে পড়েন। এবং তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয় কিঞ্চিৎ মাত্র হার্টের সমস্যা আছে তাঁর।

কিছুদিন আগেই খবর এসেছিল যে তিনি নাকি প্রকাশ্য স্টেজে লুটিয়ে পড়েন। এবং তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয় কিঞ্চিৎ মাত্র হার্টের সমস্যা আছে তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
visal3- bollywood

বিয়ের পিঁড়িতে অভিনেতা? Photograph: (ফাইল চিত্র )

Actor getting Married: কথায় বলে, প্রেম সে মানুষকে মৃত্যুর মুখ থেকে পর্যন্ত ফিরিয়ে আনতে পারে। আর ভালবাসায় ভেজাল না থাকলে মানুষের আরও বেশি করে বাঁচার ইচ্ছা বেড়ে যায়। অন্তত দক্ষিণের এই সুপারস্টারকে দেখলে সেটাই বোঝা যায়। কিছুদিন আগেই মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। আর বর্তমানে বিয়ের তোড়জোড় শুরু করেছেন। 

Advertisment

কিছুদিন আগেই খবর এসেছিল যে তিনি নাকি প্রকাশ্য স্টেজে লুটিয়ে পড়েন। এবং  তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয় কিঞ্চিৎ মাত্র হার্টের সমস্যা আছে তাঁর। কিন্তু, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এখানেই শেষ না। অনেকেই দাবি করেছিলেন, অভিনেতা নাকি অনেকদিন ধরেই তিনি অসুস্থ। তবে, এবার জানা যাচ্ছে ৪৭ বছর বয়সী এই অভিনেতা, নাকি প্রেমে পড়েছেন। শুধু প্রেম বললে ভুল হবে... 

তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ৪৭ বছর বয়সে এই অভিনেতা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অকপটে শেয়ার করেছেন। প্রেমে ভাসছেন এই অভিনেতা। যোগী দা- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তামিল অভিনেতা বিশাল এবং সাই ধানশিকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে জানান। লুকোনোর কিছু নেই। "আমরা প্রেমে পড়েছি এবং বিয়ে করতে চলেছি। আমরা সম্প্রতি কথা বলতে শুরু করি এবং বুঝতে পারছিলাম যে বিয়ের দিকে সঞ্চালিত হবে সেই বিষয়টি।" অভিনেতার সঙ্গে ধানশিকার বয়সের অনেকটাই গ্যাপ। প্রায় ১২ বছরের ব্যবধান। কিন্তু প্রেম এবং ভালবাসায় তাঁরা টইটম্বুর। দুজনে যেভাবে দুজনকে আগলে রেখেছেন, সেই দৃশ্য দেখলে একটাই কথা বলতে হয়, যেন নজর না লাগে।

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যর কালো পোশাকে সংস্কৃত শ্লোক, এর অর্থ জানলে চমকে যাবেন...

Advertisment

বিশাল তাঁর হবু স্ত্রী ধানশিকা প্রসঙ্গে বলেন, "সে একজন অসাধারণ মানুষ। আমি একজন ভাগ্যবান মানুষ। তারা বলে, যে ঈশ্বর শেষের জন্য সেরাটি সংরক্ষণ করেন, এবং আমি বিশ্বাস করি তিনি আমার জন্য ধনশিকাকে বাঁচিয়েছেন।" প্রসঙ্গে ২০১৯ সালের অক্টোবরে তেলেগু অভিনেতা আনিশা আল্লা রেড্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল বিশালের। তবে, সেই বিয়ে সম্পন্ন হয়নি। 

Entertainment News Today Entertainment News actors Actor