Advertisment

অনলাইনে ফাঁস আয়ুষ্মানের ছবি 'বালা'

অকালে টাক পড়ে যাওয়া এবং হেয়ার ট্রান্সপ্লান্টের সমস্যা প্রায় ঘরে ঘরে, এই বিষয়কেই ছবির মাধম্যে সামনে এনেছেন নির্মাতারা। এই ছবিকেই অনলাইনে ফাঁস করল কুখ্যাত ওয়েবসাইট তামিলরকার্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Bala

অনলাইনে ফাঁস 'বালা'।

মুক্তির একদিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল আয়ুষ্মান খুরানা ছবি 'বালা'। অমর কৌশিকের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর, ইয়ামি গৌতম, জাভেদ জাফেরি ও সৌরভ শুক্লা। অকালে টাক পড়ে যাওয়া এবং হেয়ার ট্রান্সপ্লান্টের সমস্যা প্রায় ঘরে ঘরে, এই বিষয়কেই ছবির মাধম্যে সামনে এনেছেন নির্মাতারা।

Advertisment

এই ছবিকেই অনলাইনে ফাঁস করল কুখ্যাত ওয়েবসাইট তামিলরকার্স। মাদ্রাজ হাইকোর্টের চোখরাঙানি উপেক্ষা করে একের পর এক ছবি পাইরেসির খপ্পরে পড়ছে। নিজেদের প্রক্সি সার্ভার দিয়ে ও ক্রমাগত ডোমেইন পরিবর্তন করে নিজেদের কাজ করে চলেছে তারা। আর এই কারণেই তামিলরকার্সকে ব্লক করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন, বাংলা ছবির একশো বছরে সেলুলয়েডে ‘মায়াকুমারী’

কিন্তু পাইরেসির খপ্পরে পড়া পরিচালক ও নির্মাতাদের কাছে সবসময় বড় আশঙ্কার কারণ। অনলাইনে ছবি দেখতে পাওয়া গেলে, তাঁরাই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সম্প্রতি বেআইনিভাবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বেড়েছে।

প্রসঙ্গত, পাইরেসি আটকানো অত্যন্ত কঠিন কাজ হওয়ায় আইন থাকা সত্ত্বেও বারংবার এ ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারা দেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ প্রথমবারের জন্য অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছরের জন্য কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।

TamilRockers bollywood Ayushmann Khurrana
Advertisment