Advertisment

তামিলরকার্সে ফাঁস 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'

ফাঁস হল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের 'প্রিন্টেট কপি'। অনুপম খেরকে দেখা গেছে মনমোহন সিংয়ের ভূমিকায়। তামিলরকার্সে লিক করেছে পেট্টা ও বিশ্বসম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাম্প্রতিককালে বহু জনপ্রিয় ছবি অনলাইনে ফাঁস করেছে তামিলরকার্স

অনলাইনে ফাঁস হল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের 'প্রিন্টেট কপি'। অনুপম খেরকে দেখা গেছে মনমোহন সিংয়ের ভূমিকায়। তামিলরকার্সে লিক করেছে পেট্টা ও বিশ্বসম। তবে সাম্প্রতিককালে বহু জনপ্রিয় ছবি অনলাইনে ফাঁস করেছে তামিলরকার্স।

Advertisment

ঠাগস অফ হিন্দুস্থান, মারি টু, সরকারের মতো ছবির ডাউনলোড করা যাচ্ছিল এই অনলাইন সংস্থার দৌলতে। অনুপম খের ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন মাথুর, সুজান বার্নেট। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে এই ছবিকে ঘিরে। লেখক সঞ্জয় বারুর লেখা বই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি।

আরও পড়ুন, সিম্বার সাফল্যে মুম্বইয়ে পার্টির আয়োজন দীপ-বীরের

ছবি নিয়ে অনুপম খের অতীতে বলেছিলেন, যখন বেন কিংসলে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি অস্কার পেয়েছিলেন। আর অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্রে অভিনয় করে প্রংশসা কুড়িয়েছিলেন শিল্পীরা। তাহলে আমার কাজটা শিল্পের নিরিখে দেখা হচ্ছেনা কেন?

ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা এই ছবিকে শূণ্য দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ একটি আপাদমস্তক প্রচারের স্বার্থে তৈরি ছবি, যার প্রধান উদ্দেশ্যই হলো এটি প্রতিপন্ন করা, যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন দুর্বল, মেরুদণ্ডহীন, গান্ধী পরিবারের দ্বারা পরিচালিত পুতুল ছিলেন। ছবিতে ‘দ্য ফ্যামিলি’ বলেই সম্বোধন করা হয় ওই পরিবারকে প্রতিবার, অনাবশ্যক ‘বিপ’ সহকারে, যদিও ঠোঁট নাড়া থেকে কথাটা বুঝতে আদৌ কোনো অসুবিধে হয় না''।

Read the full story in English 

TamilRockers manmohon singh bollywood movie
Advertisment