Tanima Sen Youtube Content: বাংলা সিরিয়াল থেকে সিনেমা অত্যন্ত পরিচিত মুখ তনিমা সেন। মজার চরিত্রে তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার। কিন্তু, এই মুহূর্তে অভিনয় থেকে একপ্রকার দূরেই রয়েছেন। তবে সেটা স্বইচ্ছায় নয়। তনিমার আক্ষেপ, তিনি সিরিয়াল ছাড়েননি, বরং সিরিয়াল তাঁকে ছেড়েছে। তাই এই সময়টা মেয়েবেলার ভাললাগাগুলোকে নতুন করে ফিরে পেতে চান। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিল। কিন্তু, সময়ের সঙ্গে সেটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই এবার বিশিষ্ট চিত্রকরদের কাছে পৌঁছে যাবেন তনিমা সেন। তাঁদের সঙ্গে গল্প-আড্ডার মুহূর্তগুলোই তুলে ধরবেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। বৈশাখেই নতুন প্রয়াসের সঙ্গে পথচলা শুরু করবেন অভিনেত্রী তনিমা সেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, 'আমি নিজের একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসার পরিকল্পনা করছি। সেই মতো কাজও এগচ্ছে। আমার ইচ্ছে বৈশাখের শুরু করব। তবে পয়লা বৈশাখের দিনই হয়ত শুরু করতে পারব না। কারণ তার জন্য অনেকটা গুছিয়ে নেওয়া প্রয়োজন। এখন সবে গোছানো শুরু করেছি। একটু অন্যরকমভাবে বিষয়টা নিয়ে আমি ভাবনাচিন্তা করেছি। আমার ইউটিউব চ্যানেলে শিল্পীদের ইন্টারভিউ থাকবে। শিল্পী বলতে, অভিনেতা-অভিনেত্রী নয় যাঁরা প্রখ্যাত চিত্রকর। যে শিল্পীরা আঁকেন তাঁদের সাক্ষাৎকার নেব। সেটা অবশ্যই গল্পের ছলে আড্ডা দেওয়ার মতো। ঠাকুরবাড়ির চিত্রশিল্পী থেকে শুরু করে নন্দলাল বসু, যামিনী রায় বা গণেশ পাইনের মতো শিল্পীদের কাজ নিয়ে তাঁদের উত্তরসূরিদের সাক্ষাৎকার নেব। প্রয়াত চিত্রকরদের কোনও কাজের অনুষঙ্গও আমার ইউটিউব চ্যানেলে থাকবে।'
ছোটবেলা থেকে আঁকতে ভালবাসতেন। কিন্তু, অভিনয়ে আসার পর সেটা আর সম্ভব হয়নি। তাই এবার নিজের মতো করে মেয়েবেলার নস্ট্যালজিয়ায় একটু গা ভাসাতে চান ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন। এই নতুন প্রয়াস সম্বন্ধে তাঁর সংযোজন, 'এখন হাতে কাজের চাপ অনেক কম। কাজ প্রায় নেই বললেই চলে। তাই এই সময়টাকে একটু নিজের জন্য দিতে চাই। অনেক মানুষ আছেন যাঁরা সুন্দর ছবি এঁকে লাখ লাখ টাকা আয় করছেন। তাঁদের প্রতিভাকেও তুলে ধরার চেষ্টা করব। আবার এমন অনেক মানুষ আছেন যাঁরা হয়ত সংসারের চাপে আঁকাটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি। তাঁদের কাছেও পৌঁছনোর ইচ্ছে আছে। অনেক নতুন প্রতিভাও আছে যাঁরা সেভাবে পরিচিতি পাচ্ছে না। তাঁদের নিয়েও কাজ করব।'
অভিনয়ের পাশাপাশি শিল্পীরা আয়ের বিকল্প পথ রেখেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন তনিমা সেন-ও? তাঁর মতে, 'এটা তো আমার তথাকথিত ব্যবসা নয়। নিজের টাকা দিয়েই এটা শুরু করছি। ইউটিউবে কবে সাবসক্রাইবারের সংখ্যা বাড়বে তারপর টাকা পাব সেটা তো অদূর ভবিষ্যৎ-এর ব্যাপার। আমি আমার ভাল লাগা থেকে এটা করছি। পুরনো দিনগুলোকে ফিরে পেতে চাই। আরও অনেক ইচ্ছে আছে। যেমন প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানের শিল্পকলা যেমন গাছের পাতার রং দিয়ে যাঁরা আঁকে। অনেকটা পথ এগনোর ইচ্ছে নিয়েই এগচ্ছি।'
এই মুহূর্তে টলিপাড়ায় যে কাজের সংখ্যা কমছে সেটা তো দিনের আলোর মতোই স্পষ্ট। দানা বেঁধেছে অনেক সমস্যা। যার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই বিষয়টাকেও পুরোপুরি অস্বীকার করেননি বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন। সহমত পোষণ করে বলেছেন, 'আমার ক্ষেত্রে এটা চরম সত্য। ২১ অগাস্ট থেকে আমার হাতে কোন কাজ ছিল না। সম্প্রতি তেঁতুলপাতায় অতিথি শিল্পী হিসেবে একটি প্রস্তাব পেয়েছি। সেটা আমি গ্রহণ করেছি। পাঁচ-সাতদিনের কাজ, একদিনের শুটিং বাকি আছে। বিনা নোটিশে 'উড়ান' থেকে বসিয়ে দেওয়ার পর আমি কোনও কাজ পাইনি। ২০০ দিন পার হয়ে গিয়েছে। আমি সিরিয়াল ছাড়িনি সিরিয়াল আমাকে ছেড়েছে। যদি কোনওদিন আবার আমি প্রস্তাব পাই সেদিন নিশ্চয়ই করব। আপাতত এই সময়ে নিজের ইচ্ছেগুলো নিয়ে বাঁচি। আমাদের মতো বর্ষীয়ান শিল্পীদের পক্ষে রোজ কাজ করাটাও একটু সমস্যা। মাসে ১২-১৩ দিন কাজ হলে ভাল হয়।'