Advertisment

কিডনিতে ভয়ঙ্কর সংক্রমণ, হাসপাতালে তনুশ্রী চক্রবর্তী

কেমন আছেন এখন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tanushree Chakraborty, Bengali actress Tanushree Chakraborty, Tanushree Chakraborty hospitalized, তনুশ্রী চক্রবর্তী, টলিউডের খবর, হাসপাতালে তনুশ্রী, Tollywood news, Indian Express, Bengali news today

হাসপাতালে তনুশ্রী চক্রবর্তী

হাসপাতালে তনুশ্রী চক্রবর্তী। কিডনিতে সংক্রমণ। যার জেরে তলপেটে ভয়ঙ্কর ব্যথা। শারীরিক অসুস্থতা নিয়েই গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন হাসপাতালে ভর্তি হয়েছেন তনুশ্রী। সোমবার রাতে সেই খবর প্রকাশ্যে আসে।

Advertisment

বেশ কয়েকটা সিনেমার কাজ হাতে। সম্প্রতি মুম্বইয়ে সানি দেওলের সঙ্গে কাজ করে কলকাতায় ফিরেছেন তনুশ্রী চক্রবর্তী। দুবাই থেকেও ঘুরে এলেন দিন কয়েক আগে। আর এসবের মাঝেই অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে এল।

গত শনিবারই পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তনুশ্রী। প্রথমটায় ইউরিন ইনফেকশনের জেরে পেট ব্যথায় ভুগছিলেন। তড়িঘড়ি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ছোটেন। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন সংক্রমণ ছড়িয়েছে কিডনিতে। যাকে কিনা ডাক্তারি ভাষায় পাইলোনেফ্রাইটিস বলা হয়।

<আরও পড়ুন: গলা থেকে গান বেরচ্ছে না! ‘নিঃশব্দ’ গান পোস্ট করে ভয়ঙ্কর ট্রোল মিমি>

মূলত ইউরিন থেকেই এই সংক্রমণ ছড়ায় কিডনিতে। যার জেরে প্রচণ্ড ব্যথা দেখা দেয় তলপেটে। অনেকসময় রোগীর জ্বরও আসে। আর এই রোগেই আক্রান্ত অভিনেত্রী। তনুশ্রীর পাইলোনেফ্রাইটিস ধরা পড়ার পরই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

কেমন আছেন অভিনেত্রী এখন? যেরকম ভয়ঙ্কর তলপেটের ব্যথায় ভুগছিলেন, সেটা অনেকটাই কম এখন। আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সব ঠিক থাকলে, কাল-পরশুর মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

tollywood Tanushree Chakraborty Entertainment News
Advertisment