ননদ এবং বৌদির মধ্যে সম্পর্ক সবসময় কি খারাপ হয়? অন্তত মমতা শঙ্কর এবং তনুশ্রী শঙ্করকে দেখলে সেটা বোঝা সম্ভব না। এই সম্প্রতি দুজনে একসঙ্গে হাজির হয়েছিলেন। তাঁদের মধ্যে যে ধরনের কথপোকথন হল, তাতে করে দুজনের মধ্যে যে বেজায় খুনসুটি সেকথা বোঝা গেল।
উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের ছেলে আনন্দ শঙ্কর এবং মেয়ে মমতা শঙ্কর। পরবর্তীতে তনুশ্রী শঙ্করকে বিয়ে করেন আনন্দ। সেই সূত্রে দুজনে ননদ এবং ভাইয়ের বউ। ফলে, একথা অনেকেই ভাববেন বাকি পরিবারে ননদ এবং ভাইয়ের বৌদের যেমন সম্পর্ক হয়, একটু তেতো অনেকটা নোনতা, এনাদের ক্ষেত্রেও হয়তো তাই হবে। মমতা এবং তনুশ্রী দুজনেই নাচের জগতে বেশ জোরালো নাম।
দুজনকে দেখা গেল একটি হিন্দি ছবির কলকাতা প্রিমিয়ারে। এই ওয়ান্ট টু টকের প্রিমিয়ারে দেখা গেল তাঁদের দুজনকে। দুজনেই বরাবর সাজ পোশাকের দিক দিয়ে ভীষণ মার্জিত। এবারও তাই। মমতা শঙ্করের পরনে শাড়ি, অন্যদিকে তনুশ্রী শঙ্করকে দেখা গেল কালো রঙের পোশাকে। মমতা শঙ্করকে পাশে দেখেই তনুশ্রী বলে উঠলেন, এই ও সেজেগুজে এসেছে। আমায় কিন্তু কিছু জানায়নি। অন্যদিকে, এই কথা শুনতেই মমতার বক্তব্য, "এই শোন, এরম বলিস না। তোকে বেশি ভাল লাগছে।" মমতা শঙ্করের প্রেসেন্স যে খুব সুন্দর, সেকথা অনেকেই জানেন।
আরও পড়ুন - Paoli Dam : 'নতুনদের আরও বেশি সুযোগ দিতে হবে', IFFI-র মঞ্চে 'ছাদ' সমাদৃত হতেই বললেন পাওলি
কিন্তু, তাঁর সঙ্গে সঙ্গে যে তনুশ্রী এমন কিছু বলে বসলেন, যাতে কেউ কেউ বিষয়টাকে খারাপ হিসেবে নিয়েছেন। মমতা শঙ্করের সাজ দেখে তনুশ্রী হাসতে হাসতে বললেন, "ওকে সবসময় ভাল লাগে। আর আমায় দেখো, মনে হচ্ছে চার বাড়ি কাজ করে ম্যাডামের সঙ্গে এসেছি।" আর তাঁদের এই কথপোকথন অনেকেরই খারাপ লেগেছে। কেউ কেউ বলে বসলেন, "কেন? চার বাড়ি যারা কাজ করে তাদের চেহারা কি খারাপ হয়? নাকি তাঁরা মানুষ হন না?" আবার কেউ বলে বসলেন, "আশ্চর্য রকমের কথাবার্তা বলেন কিছু কিছু মানুষ।"
অন্যদিকে কেউ কেউ আবার তাঁদের এই খুনসুটির সম্পর্ক বেশ ভালভাবেই নিয়েছেন। ননদ এবং ভাইয়ের বউয়ের সম্পর্ক যে মিষ্টি হয়, সেটাও যেন বোঝা গেল।