প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা তাপস পাল। ৬১ বছর বয়সে মঙ্গলবার ভোররাতে জীবনাবসান হয় এই তারকার। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে টলিউডে। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। পর পর দু'বার বিধানসভা নির্বাচনে জেতেন তিনি। ঘাস-ফুলের প্রতীকেই ২০০৯ এবং ২০১৪ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তাপস পাল। প্রাক্তন সাংসদের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক ব্যক্তিবর্গও।
শোকবর্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। বহু বাংলা সিনেমার পাশাপাশি হিন্দিতেও তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল।'
অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত তাপস পালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, 'বাংলা সিনেমার অপূরণীয় ক্ষতি। অনেক কথা মনে পড়ছে। তবে ওঁর জীবনের শেষর দিকটা খুবই মর্মান্তিক।'
আরও পড়ুন: প্রয়াত অভিনেতা তাপস পাল
অভিনেতা-পরিচালক অপর্ণা সেনও তাপস পালের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। রাজনীতিতে যোগ দানের ফলে আমরা আগেই অভিনেতা তাপস পালকে হারিয়েছিলাম। এবার তিনি সব ছেড়ে চলে গেলেন। তবে, তাঁর কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের হৃদয়ে থাকবেন। তাপস পালের পরিবারকে আমি সমবেদনা জানাই।
আরও পড়ুন: প্রয়াত তাপস পালের কিছু বিরল ছবির অ্যালবাম
'তাপস পালের প্রয়াণে বাংলা সিনেমা শিল্পের অতুলনীয় ক্ষতি হল।' অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে এই টুইট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
A friend, a colleague, a co-star..
Rest in cinema forever! It's a great loss of Bengal Industry... pic.twitter.com/Db8cEVqv7I— Rituparna Sengupta (@RituparnaSpeaks) February 18, 2020
Saddened and shocked to know about sudden demise of Tapas Pal. Condolences to the bereaved family. RIP ????
— Jeet (@jeet30) February 18, 2020
তাপস পালের প্রয়াণে সাংসদ তথা অভিনেতা দেব টুইটে শোকজ্ঞাপণ করে লিখেছেন,
Sad to hear about Tapas Da...May his soul rest in Peace....Ur contribution to Bengali films will always be celebrated ????????????????????????????????????????
— Dev (@idevadhikari) February 18, 2020
বহু স্মৃতি মনে পড়ছে। বাংলা চলচ্চিত্র জগত সবসময় তাপস পালকে মনে রাখবে। টুইটে লিখেছেন পরিচালক অরিন্দম শীল।
Rest in Peace. #TapasPal leaves behind an era in Bengali cinema that will be remembered always. And lot of memories for us too.
— Arindam Sil (@silarindam) February 18, 2020
আরও পড়ুন: ‘শ্রীময়ী’-র জীবনে আসছে বিশেষ কোনও মানুষ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন