/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/taslima-zaira-759.jpg)
ধর্মবিশ্বাসে আঘাত আসছে, তাই অভিনয় থেকে সরে দাঁড়ালেন দঙ্গল গার্ল। জায়রা ওয়াসিমের এই সিদ্ধান্তে দু'ভাগে ভাগ হতে দেখা গিয়েছে বলিউডকে। এবার মুখ খুললেন তসলিমা নাসরিন। টুইট করে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।
টুইটে তসলিমা লিখেছেন, ''মানুষে বলছেন ধর্মের জন্য জায়রা ওয়াসিমের অভিনয় ছেড়ে দেওয়ার সিন্ধান্তকে শ্রদ্ধা করা উচিৎ। সত্যি? পুরুষতান্ত্রিক এই সমাজ নারীদের মগজধোলাই করার চেষ্টা করে সর্বক্ষণ। নারীদের নমনীয়, নির্ভরশীল, অশিক্ষিত, যৌন বস্তু ও সন্তান উৎপন্ন করার কল বানিয়ে রেখেছে। মেয়েদের স্বাধীনতা নেই।''
People are saying actress Zaira Wasim's CHOICE to quit acting for religion shld be respected.Really?Women are brainwashed by misogynistic patriarchal society to be submissive,dependent,illiterate,slaves,sex objects,childbearing machines.Women hv no freedom or option to choose-
— taslima nasreen (@taslimanasreen) July 1, 2019
আরও পড়ুন, ‘ধর্মবিশ্বাসে আঘাত’ অভিনয়ে ইতি টানলেন জায়রা ওয়াসিম
এখানেই থেমে থাকেননি তিনি। তসলিমা টুইটের পর টুইটে পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। প্রতিবাদ জানিয়ে বলেছেন, ''আমার গায়ে কাঁটা দিচ্ছে। প্রতিভাবান অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছাড়ছেন কারণ তিনি মনে করছেন কেরিয়ার তাঁকে আল্লাহ কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। অত্যন্ত ক্ষীণবুদ্ধির মতো সিদ্ধান্ত। ধর্ম চিরকাল নারীদের বিরুদ্ধে, তাদের প্রতিভা বোরখার নিচে ঢাকা দিয়ে রাখে।''
Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.
— taslima nasreen (@taslimanasreen) June 30, 2019
Religions are anti-women. No woman should believe in religion which treats them as shit. Reject religion, oppose patriarchy, fight misogyny.
— taslima nasreen (@taslimanasreen) July 1, 2019
প্রসঙ্গত, জায়রার বলিউড ছেড়ে দেওয়ার পোস্ট নিয়ে টুইট করেছেন রবিনা ট্যান্ডন, ফারহান আখতারের মতো অভিনেতারা। জায়রার পোস্টে স্পষ্ট ছিল ধর্মবিশ্বাসের সঙ্গে সংঘাতের কারণেই অভিনয় থেকে সরে আসছেন অভিনেত্রী।