Taslima Nasrin: ইদের শুভেচ্ছায় মানা, নববর্ষে হিন্দুমন্দিরে তসলিমা, কী বললেন?

Taslima Nasrin: বাংলাদেশ নিয়েও তিনি নানা মন্তব্য করেন। সেদেশের নানা অবস্থায় কড়া নজর দিয়ে বসে থাকেন তিনি। বাংলাদেশে কিছু হল কি না, তিনি কিন্তু নানা ধরণের মন্তব্য করেন।

Taslima Nasrin: বাংলাদেশ নিয়েও তিনি নানা মন্তব্য করেন। সেদেশের নানা অবস্থায় কড়া নজর দিয়ে বসে থাকেন তিনি। বাংলাদেশে কিছু হল কি না, তিনি কিন্তু নানা ধরণের মন্তব্য করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 taslima nasrin visits delhi kalibari

Taslima Nasrin in Delhi: কই গেলেন তসলিমা? Photograph: (ফেসবুক )

Taslima Nasrin: গতকাল ছিল নববর্ষ। আপামর বাঙালি মেতেছিলেন উৎসবে। নতুন বছর মানে, আলাদাই আনন্দ। শুধু তাই নয়, কাছের মানুষদের সঙ্গে আড্ডা সঙ্গে ভাল ভাল খাওয়াদাওয়া। নববর্ষ একেকজন মানুষের কাছে একেকরকম। শুধু তাই নয়। এদিন বহু মানুষ নিজের দিন শুরু করেন মন্দিরে পুজো দিয়ে। লেখিকা তসলিমা নাসরিনও সেদিন গিয়েছিলেন মন্দিরেই।

Advertisment

আজ বহুবছর হল তিনি তাঁর নিজের দেশে নেই। বরং ভারতে থাকেন লেখিকা। সেখানেই নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় তাঁকে। বাংলাদেশ নিয়েও তিনি নানা মন্তব্য করেন। সেদেশের নানা অবস্থায় কড়া নজর দিয়ে বসে থাকেন তিনি। বাংলাদেশে কিছু হল কি না, তিনি কিন্তু নানা ধরণের মন্তব্য করেন। আর গতকাল তাঁকে নববর্ষের উদযাপনে দেখা গিয়েছে। দিল্লিতে কই গেলেন তিনি? 

আরও পড়ুন -  Arbaaz Khan wife Ssura Khan Pregnancy: সত্যিই অন্তঃস্বত্বা আরবাজের দ্বিতীয় স্ত্রী? তাহলে এই ক্লিনিকে কী করছেন তাঁরা?

লেখিকার পরনে সাদা লাল পেড়ে শাড়ি, সঙ্গে সুন্দর বাঙালি সাজ। নতুন বছরের সন্ধ্যেয় তাঁকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল দিল্লির কালীবাড়িতে। এমনকি, তিনি সেই বিষয়ে সমাজ মাধ্যমে লিখলেন পর্যন্ত। নববর্ষ যখন, তখন সাজগোজ তো হতে হবেই। তসলিমা গতকালের অনুষ্ঠান নিয়ে কী লিখলেন সমাজ মাধ্যমে? তিনি লিখছেন...

Advertisment

"আজ দক্ষিণ দিল্লি কালীবাড়িতে বাংলা নববর্ষের খুব সুন্দর  উৎসব হলো।  সন্দেশের সন্দেশ অসাধারণ ছিল। গান গেয়ে মাতিয়েছেন দোলা ব্যানার্জি।" যদিও বা তিনি নিজেকে নাস্তিক হিসেবেই প্রমাণ দেন। তারপরেও গতকাল তিনি কালীবাড়িতে গিয়েছিলেন। এবং একথা অজানা নয়, যে তিনি ইদের সময়ও নানা মন্তব্য করেছেন। তাঁকে অনেকেই ইসলাম ধর্মাবলম্বী ভেবে নিয়ে শুভেচ্ছা জানাতেই নড়েচড়ে বসেন। তারপর? সোজা জানান যে আমায় ইদ নিয়ে কেউ কোনো বার্তা দেবেন না।

এদিকে, গতকাল তাঁকে দিল্লি কালীবাড়িতে দেখতেই কেউ বললেন, এত ঘটনার পর আর শুভ বলতে ইচ্ছে করছে না। আবার কারওর কথায়, লাল পেড়ে শাড়িতে আপনাকে দারুণ লাগছে। 

Taslima Nasrin entertainment Entertainment News Entertainment News Today