Advertisment
Presenting Partner
Desktop GIF

Tathagata Mukherjee: 'ফুটেজ পেতে নারীপুরুষ নির্বিশেষে পোশাক নিরাবরন করাই যথেষ্ট...', প্রাক্তন স্ত্রী দেবলীনা অনশনে, তথাগত কী বলছেন?

Tathagata on Debleena: 'প্রাপ্তি ছাড়া, স্বার্থ ছাড়া, শুধুমাত্র ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া কজন পারে...', অনশনে প্রাক্তন স্ত্রী, দেবলীনাকে নিয়ে বললেন তথাগত...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
debleena tatha

Tathagata-Debleena: কী বলছেন তথাগত?

গতকাল অনশনে বসেছিলেন ৭জন তারকা। জনপ্রিয়তার নিরিখে না, বরং সাধারণ মানুষ হিসেবে ন্যায্য দাবির পক্ষে তাঁরা বিসেছিলেন অনশনে। সেখানে, বিরসা, বিদিপ্তা এবং চৈতিদের সঙ্গে ছিলেন দেবলীনাও। 

Advertisment

যদিও, তিনি এই প্রথম না। বরং, শুরু থেকেই দেবলীনাকে দেখা গিয়েছিল আন্দোলনে। তিনি যেমন স্লোগান দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন, তেমনই পুজোর সময় আন্দোলনের উৎসবে হাজির হয়েছিলেন। আর দেবলীনাকে নিয়ে, এবার গর্বে বুক ফুলিয়েছেন তথাগত। অভিনেত্রীর প্রাক্তনের কাছ থেকে এত সুন্দর বার্তা আসবে... তথাগত সকলের উদ্দেশ্যে লিখলেন... 
 
"তোমাদের/তোদের চিনি,সহকর্মী হিসেবে,বন্ধু হিসেবে।মেরুদন্ডী মানুষ হিসেবে চিনলাম,এর চেয়ে বড় প্তাপ্তি আর কি হতে পারে।" আর তাঁর সঙ্গে সঙ্গেই প্রাক্তন এবং বন্ধু দেবলীনাকে নিয়ে তাঁর গর্বের শেষ নেই। তাঁর উদ্দেশ্যে লিখলেন... 

আরও পড়ুন  -    Sreelekha Mitra: 'শুনলাম পিসির নাকি...', আর কী কী বললেন শ্রীলেখা?

"দেবলীনা লড়াই জারী থাকুক বন্ধু। প্রাপ্তি ছাড়া,স্বার্থ ছাড়া,শুধুমাত্র ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া কজন পারে।ব্যক্তিগত ভাবে তোকে সবচেয়ে বেশি চিনি,তাই নিসংকোচে,নির্দ্বিধায় বলতে পারি গত তিন মাসের এই স্বার্থহীন লড়াই পরিচিত সবাইকে, আমাকে নিশ্চিতভাবে গর্বিত করেছে।" যেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে, এবং তারকারা পথে নেমেছেন, সেদিন থেকেই অনেকে বলেছেন, যে তাঁরা নাকি শুধুই ফুটেজ খেতে আন্দোলনে এসেছেন। 

কিন্তু আদতে যে সেটা নয়,  সেটাই যেন কাল প্রমাণিত হল। তথাগতর কথায়, "অনেকের দাবী, অনেক অভিনেতা, পরিচালক, পরিচিত মানুষদের এ লড়াই নাকি সস্তার ফুটেজের জন্য,জনপ্রিয়তার লোভে। বলার এটকুই এ পোড়া দেশে ফুটেজ পেতে নারী পুরুষ নির্বিশেষে পোশাক নিরাবরন করাই যথেষ্ট। উর্ফি জাভেদ, পুনম পান্ডে যে সমাজে সেলিব্রিটি, সে সমাজে শিরদাঁড়ার জন্য এরকম লক্ষ ফুটেজ ক্যামেরা বন্দী হোক। ঠিক ভুল,ব্যক্তিগত মতাদর্শের উর্দ্ধে গিয়ে তিন মাস ধরে দাঁতে দাঁত চিপে সমস্ত কাজ ফেলে,ভবিষ্যতের নিশ্চিন্ততার ভাবনা ফেলে,এ লড়াই যারা করছে তারা সবাই সত্যিকারের সেলিব্রিটি হোক। পারলে আপনি বা আপনারাও ত্যাগের লড়াইতে যোগ দিন,জনপ্রিয় হোন,সেলিব্রিটি হোন,মানুষ হোন। আমি তো পারিনি,আমার মতোই অধিকাংশই পারেননি,দেখুন না আপনি পারেন কিনা। ভিড়ের মধ্যে বুক চিতিয়ে, শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে।" 

তথাগত, নিজেও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। নানা বিষয়ে তিনি মুখ খুলএছিলেন। টলিপাড়ার অন্দরে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনায় তিনি ধিক্কার জানিয়েছেন। তাই, একদিকে যখন তিনি তাঁর সহকর্মীদের নিয়ে গর্বিত, ঠিক তখনই তাঁকেও অনেকে বললেন, আপনিও তো আছেন এই লড়াইয়ে। 

Debolina Dutta Tathagata Mukherjee
Advertisment