Raas First Look: বিক্রম-দেবলীনার 'রাস' লীলা, হারিয়ে যাওয়া যৌথ পরিবারের গল্পে কেমন সাজে শিল্পীরা?

Tathagata Mukherjee Raas: তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'। প্রকাশ্যে কলাকুশলীদের ফার্স্ট লুক। এক নজরে দেখে নিন বিক্রম, দেবলীনা, অনসূয়া সহ সকল শিল্পীদের লুকের প্রথম ঝলক।

Tathagata Mukherjee Raas: তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'। প্রকাশ্যে কলাকুশলীদের ফার্স্ট লুক। এক নজরে দেখে নিন বিক্রম, দেবলীনা, অনসূয়া সহ সকল শিল্পীদের লুকের প্রথম ঝলক।

author-image
Kasturi Kundu
New Update
Tathagata Mukherjee Raas, Raas Bengali movie, Tathagata Mukherjee Raas First Look, Bikram Chatterjee and devlina kumar,

বিক্রম-দেবলীনার 'রাস' লীলা

Tathagata Mukherjee Raas First Look: পরিচালক তথাগত মুখোপাধ্যায় ভাবনায় ফুটে ওঠে  একটু অন্য স্বাদের গল্প। 'ভটভটি' হোক বা পারিয়া কিংবা 'ইউনিকর্ন'। এবার সেই তালিকার নয়া সংযোজন 'রাস'। চলতি বছর রাস পূর্ণিমার দিনই কলকুশলীদের নিয়ে নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। এবার সামনে এল সিনেমার প্রতিটি চরিত্রের লুক। উল্লেখ্য, তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'-এর মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার।

Advertisment

একসঙ্গে ৩২ জনকে নিয়ে শ্যুটিং ফ্লোরে নামবেন তথাগত। হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকেই খুঁজে পাওয়ার গল্প বলবে 'রাস'।  যৌথ বাঙালি পরিবার আজ প্রায় বিলীন! সেই হারিয়ে যাওয়া একান্নবর্তী বাঙালি পরিবারের আভ্যন্তরীন ভালবাসা, সম্পর্ক আর মূল্যবোধেরই কাহিনি এই 'রাস'।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে থাকছেন দেবলীনা কুমার। মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার, পারিজাত চৌধুরী, দেবাশিস রায়,  রণজয় বিষ্ণু,  শংকর দেবনাথ, সুদীপ মুখোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, দেবাশিস রায়,  সুরাইয়া পারভিন, বিমল গিরি, দেবপ্রসাদ হালদারর মতো শিল্পীরা। বিক্রম-দেবলীনার প্রথম যুগলবন্দি নিয়ে দর্শকের যে একটা আলাদা উন্মদনা থাকবে সে কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। শীঘ্রই শুরু হবে সিনেমার শ্যুটিং।

Advertisment

চরিত্রের ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে সাদা  ধুতির সঙ্গে হালকা রঙের ফুলহাতা শার্ট। মাথায় ময়ূরের পালক লাগিয়ে কৃষ্ণবেশে বিক্রম। তাঁর পাশে হাসি মুখে দাঁড়িয়ে দেবলীনা। সে তো যেন ঠিক রাধা। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের রাস-এ ঠিক এভাবেই দর্শকের দরবারে ধরা দেবেন বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার।

রাসের প্রথম লুকেই ভক্তদের দিল জিতলেন এই জুটি। সাদামাটা লুকে নজর কেড়েছেন অনির্বাণ চক্রবর্তী। পাকা চুল আর সাদামাটা শাড়িতে  অনসূয়া মজুমদারের প্রথম ঝলক সত্যিই দারুণ। আধুনিক লুকে মাত দিলেন পারিজাত। 

মাণিকপুরের চক্রবর্তী বাড়িকে কেন্দ্র করে গল্প বুনেছেন তথাগত। এক যৌথ পরিবারে চাকরি সূত্রে বাবা থাক বিদেশে। মা-ছেলের জীবন কাটছিল রূপকথার গল্পের মতোই। পাড়ার মেয়ের সঙ্গে ছেলের বন্ধুত্ব দেখে বাড়ির সকলে ভাবতে থাকে এতো পুরো রাজযোটক।

কিন্তু, ছেলের মায়ের আকস্মিক মৃত্যুতে গল্পে আসে নতুন মোড়। যা জানতে হলে 'রাস' মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। হাসি আনন্দ হইহই করে কাটানো এক যৌথ পরিবারে মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে পরিচালক তথাগত মুখোপাধ্যায় কী ভাবে 'রাস'-র গল্প এগিয়ে নিয়ে যান সেটাই দেখার। 

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Devlina Kumar Bengali News Tathagata Mukherjee Bengali Film Industry