New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/17/tYcoClTWPdeUobvNYS7I.jpg)
মিঠে রোদ গায়ে মাখা অনাবৃত সুঠাম চেহারা!
মিঠে রোদ গায়ে মাখা অনাবৃত সুঠাম চেহারা!
Tathagata Mukherjee Bair Body: বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তথাগত মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজেও জুড়ি মেলা ভার। মুক্তির অপেক্ষায় তথাগতর আগামী ছবি 'রাস'। তার মাঝেই মনের মানুষের সঙ্গে আলাপ করালেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়! নানা কারনে চর্চায় থাকেন। কখনও ব্যক্তিগত জীবন নিয়ে তো কখনও আবার নতুন ছবির জন্য। এবার চর্চায় থাকার কারন সম্পূর্ণ আলাদা। রবিবার একটি ছবি তথাগত তাঁর প্রোফাইলে শেয়ার করতেই মিলেছে নতুন প্রেমের আভাস। প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে লাভিডাভি একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'যেসব আলো সানগ্লাস দিয়েও আটকানো যায় না....., দিন আলাদা,আলো আলাদা,হাসির কন্টিউনিউটি এক।'
কারও বুঝতে অসুবিধা হয়নি এই আলোকবর্ষার আলোতেই তথাগতর জীবনে আলোকিত হয়েছে। এ তো এক রবিবাসরীয় সকালের প্রেমের গল্প। এইদিন রাতেই আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বিছানায় এক ফালি রোদ গায়ে মেখে বসে আছেন তথাগত! অনাবৃত সুঠাম চেহারার ঊর্ধাঙ্গ! কোলের উপর বালিশ রেখে সামনের দিকে আনমনা হয়ে তাকিয়ে। এমন ছবি আগে কখনও দেখা যায়নি। আলোকবর্ষা তাঁর প্রোফাইলে এই ছবিটি প্রথমে শেয়ার করেন। এরপর ইনস্টা স্টোরিতেও তথাগত নিজেও সেই ছবি শেয়ার করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, 'আমি কখনও এই রকম ছবি তোলার কথা সত্যিই ভাবিনি। খুব একটা স্বচ্ছন্দ্যও নই। অভিনেতারা যেমন ছবি তোলে আমিও তুলি। ক্যান্ডিড ছবিই আমার ভাল লাগে। আলোকের এই ছবিটা আমার খুব ভাল লেগেছে। ব্যক্তিগত জীবনে আমি আয়না বিরোধী। নিজেকে খুব একটা আয়নায় দেখি না। আমাকে এই ছবিতে কেমন লাগছে সেটা আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি লাইটটা খুব সুন্দর ছিল। এটা আলোকের ছবি তোলার গুণ।'
ছবিতে তথাগতর সুঠাম চেহারা দৃশ্যমান। তবে কাজের চাপে নিয়মিত জিমে যাওয়া হচ্ছে না। যেটুকু শরীরচর্চার প্রয়োজন সেটা অবশ্য করছেন। এই প্রসঙ্গে তথাগতর দাবি, 'আমি তো কখনই সিক্স প্যাক অ্যাব বানাইনি। আমার দ্বারা হবেও না। ওটার জন্য যে ধৈর্য-পরিশ্রম দরকার সেটা আমি পারব না। আমাদের ইন্ডাস্ট্রির অঙ্কুশ, রণজয়, গৌরবের মতো অনেকেই আছে যাঁদের বডি সত্যিই দেখার মতো। আমি তো ভেবেছি গৌরবের চেহারাটার জন্যই যদি কখনও সুযোগ হয় ওকে কাস্ট করব। আমি নিজেকে সেরকম বানাতে পারিনি বলে কিন্তু কোনও আপশোস নেই। অপরদিকে থাকা মানুষটার আমাকে কেমন লাগছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যে ছবি তুলছে তাঁর ভাল লাগছে সেটাই আমার ভাল লাগা।'
নতুন সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়র ভাবনাচিন্তা রয়েছে? উত্তরে অভিনেতা-পরিচালক বলেন, 'প্ল্যান তো ওভাবে হয় না। যাঁর সঙ্গে মন খুলে কথা বলা যায়, দিনের শেষে ভাল-খারাপ সবটা নিয়ে আমাকে গ্রহণ করবে এমন মানুষই তো সবাই জীবনে চায়। সম্পর্কের প্রাথমিক পর্যায়ে ভাললাগা, শারীরিক টান সবটাই থাকে। কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয় সেই মানুষটার কাছে আশ্রয় নেওয়া যায় কিনা। তাঁর সঙ্গ আমাকে কতটা কমফোর্ট জোনে রাখছে।'