নেড়া মাথা। কপালে তিলক। পরনে লাল পট্টবস্ত্র। কাঁধ বরাবর ধুলছে লম্বা টিকি। সর্বাঙ্গে রুদ্রাক্ষের গয়না। চোখেমুখে কু-চক্রী দৃষ্টি। এ কোন অবতারে ধরা দিলেন ভাস্বর চট্টোপাধ্যায়? সোশ্যাল মিডিয়ায় নয়া রূপে ধরা দিতেই শোরগোল বাঁধল। উত্তরটা অবশ্য নিজেই দিয়েছেন।
Advertisment
আসলে স্টার জলসার এক নতুন ধারাবাহিকের জন্যই এমন অবতারে ধরা দিয়েছেন ভাস্বর। নাম- 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা'। যেখানে তাঁকে দেখা যাবে রাজ পুরোহিত ভৈরবনাথের চরিত্রে। পৌরাণিক খলচরিত্রে অভিনয়ের জন্য ভাস্বরের লুক বদলে ফেলা হয়েছে। অনেকেই আবার ভৈরবনাথের লুকের সঙ্গে কৌটিল্যের মিল খুঁজে পেয়েছেন। অতঃপর, 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা' সিরিয়ালে অভিনেতাকে দেখা যাবে ভিলেনের বেশে, নেতিবাচক চরিত্রে।
তা এই চরিত্রটি কেমন? রাজ পুরোহিত ভৈরবনাথ ন্যায়শাস্ত্রে পারদর্শী। কঠোর বিধান তাঁর। বাস চিতোর রাজ্যে। শাক্ত ধর্মে বিশ্বাসী। ফলে মীরাবাঈয়ের কৃষ্ণ নাম-জপ তাঁর সহ্য হয় না। তাই ছলে-বলে কৌশলে মীরাকে রাজ্য থেকে বিতাড়িত করার প্রচেষ্টা চালায় ভৈরবনাথ। আগামী ধারাবাহিকে এমন চরিত্রেই দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়কে।
প্রসঙ্গত, স্টার জলসার সংশ্লিষ্ট ধারাবাহিকে খুদে মীরাবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন দর্শকদের প্রিয় 'ভুতো' আর্শিয়া মুখোপাধ্যায়। অন্যদিকে, পরিণত বয়সের মীরার চরিত্রে দেখা যাবে দেবাদৃতা বসুকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন