সোমবারই এন্ড টিভির পারফেক্ট পতি দিয়ে ছোটপর্দায় ডেবিউ করলেন জয়া প্রদা। আর কাজ থেকে দূরে সরে যাওয়া থেকে কাজে ফিরে আসা. এই সব নিয়ে কথা বললেন ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের সঙ্গে।
টেলিভিশনে আসার কথা ভাবলেন কেন?
বিগত দু বছর ধরে আমায় ওরা বলছিল। আমি মনস্থির করতে পারছিলাম না। কিন্তু আমি পরে বুঝতে পারলাম দর্শক আমায় মিস করছে। অভিনয় আমার পরিচয়, আমার সত্যি। পারফেক্ট পতির চিত্রনাট্য শুনে আমি বিস্মিত হয়েছিলাম। আমি জানি টেলিভিশন অনেক বেশি সংখ্যক লোকে দেখে। এর মাধ্যমে আমি প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যেতে পারি। এখানে কাজের ধরনটা অন্য। আমি অনেক ভেবেই এখানে পা রেখেছি।
জয়ার সঙ্গে আয়ূশ আনন্দ ও সন্যালি সঞ্জীবও রয়েছেন এই ছবিতে।
টেলিভিশন ভীষণ পশ্চাদমুখী মাধ্যম। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এটা কি আপনাকে ভাবিয়েছে কখনও?
দেখুন আমি সিরিয়ালে আমার চরিত্রটা এখনই প্রকাশ্যে আনতে পারবনা। তবে এটা বলতে পারি এটা এমন একটা চরিত্র যা মানুষ আগে কখনও দেখেনি। একদম টিপিকাল শাশুড়ি নয়, যে জীবন নরক বানিয়ে দেয়। কিন্তু সে ভীষণ প্রগতিশীল, ইতিবাচক ও শক্ত মনের মানুষ, যে তার পরিবারকে ভালবাসে।
এতদিন পরে অভিনয়ে ফিরলেন, দূরে থাকার কারণ?
(হাসি), অনেকে ভেবে নিয়েছিল অভিনয়ের জন্য আমার কাছে সময় নেই। আর এখন আমি নিশ্চিত যখন টেলিভিশন করছি তখনও মানুষ ভাববে আমি ব্যস্ত। কিন্তু আমি সারাসময়টা জুড়ে আঞ্চলিক ছবি করে এসেছি। জানি মানুষ আমাকে ভীষণ মিস করেছে, তাই সিদ্ধান্ত নিয়েছি অনেক বেশি ছবি করব আর বিভিন্ন ভাষায় করব।
সোমবারই এন্ড টিভির পারফেক্ট পতি দিয়ে ছোটপর্দায় ডেবিউ করলেন জয়া প্রদা।
আপনি কাজে ফিরেছেন, এমন কোন চিত্রপরিচালক আছে যার সঙ্গে কাজ করতে চান?
এটা হতে পারে বেশিরভাগ চিত্রপরিচালক আমার সঙ্গে কাজ করতে চাইছেন। কিন্তু আমার মনে হয় নতুনদের কাজের বিষয়গুলো অনেক বেশি দৃঢ়। আমি তাদের প্রত্যেকের সঙ্গেই কাজ করতে চাইব। একটাই বেসিক কথা প্লট ভাল হতে হবে।
আরও পড়ুন, নতুন করে শুট করা হবে মনিকর্ণিকার বেশিরভাগ দৃশ্য
আয়ুষ আনন্দ ও সন্যালি সঞ্জীবও রয়েছেন এই ছবিতে। পারফেক্ট পতি অন এয়ার আসতে চলেছে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায়।