scorecardresearch

‘এখনও অনেকটা পথ বাকি…’, আদৃতের জন্মদিনে তাঁকে জড়িয়ে রইলেন কৌশাম্বি

আদৃতের জন্মদিনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন কৌশাম্বি

adrit roy, kaushambi chakraborty, mithai, mithai zee bangla, Adrit Roy bday, Kaushambi post an emotional photo
আজ আদৃতের জন্মদিন

আদৃত কৌশাম্বির প্রেম নিয়ে বেজায় উত্তেজিত ‘মিঠাই’ ভক্তরা। কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। তাঁর আগেই যেন বারবার কিছু না কিছু ইঙ্গিত দিয়ে চলেছেন এই প্রেমিক যুগল। তবে, আজ আদৃতের জন্মদিনে সবকিছুই খোলসা করে দিলেন দুজনে।

উচ্ছে বাবু এবং নন্দার প্রেম কি তবে ডানা বেঁধেছে? সোশ্যাল মিডিয়ায় এক ছবি দেখার পর থেকেই মন ভাল নেই ‘মিঠাই’ ভক্তদের। একদিকে মা, অন্যদিকে কৌশাম্বি… দুজনকে জড়িয়ে একটি ছবি আপলোড করেছেন আদৃত। তারপর? এই ছবি দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন ‘মিঠাই’ ভক্তরা।

তথাকথিত কৌশাম্বির সঙ্গে আদৃতের প্রেম একেবারেই পছন্দ নয় তাঁদের। কিন্তু বিধির লেখা কে আটকায়। কৌশাম্বী এই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লিখলেন, “যারা তোমায় চেনে না ঠিক তাঁদেরও যেন ভাল হয়। শুভ জন্মদিন। এখনও অনেকটা পথ বাকি।” এই মন্তব্য দেখেই মিশ্র প্রতিক্রিয়া বেশিরভাগের।

আরও পড়ুন [ ‘আমিই পারলাম না কোনওদিন…’, তিনবছর বয়সেই নিখুঁত শঙ্খ বাজাচ্ছেন ইউভান! অবাক মা শুভশ্রী ]

কেউ খুব খুশি হয়েছেন আবার কেউ একেবারেই না। কারওর মনে হয়েছে প্রকাশ্যেই সব খোলসা করে বলে দিয়েছেন তাঁরা। আবার কেউ বলছেন, সিরিয়াল টা শেষ হতে দিতে পারতে। যদিও, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা জানিয়েছিলেন, আদৃতের প্রেমে তাঁকে যেভাবে টানা হয়েছে তাতে বেজায় কষ্ট পেয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Adrit roy bday kaushambi post an emotional photo