Advertisment
Presenting Partner
Desktop GIF

"সারাজীবন এমন পুরুষকেই চেয়েছি", বিয়ের পর 'সুখসাগরে' ভাসছেন সানা খান

কীভাবে মৌলানা আনাস সইদের সঙ্গে দেখা হল সেটাও খোলসা করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত মাসেই অনুরাগীদের চমকে দিয়ে প্রাক্তন অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী সানা খান বিয়ে করেছেন। সুরাতের ব্যবসায়ী মৌলানা আনাস সইদকে বিয়ের পর সদ্য কাশ্মীরে হানিমুনও করতে গিয়েছিলেন। প্রেমের জোয়ারে ভেসে সেই সমস্ত বরফে খেলার ছবি পোস্টও করেছেন সানা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল, আল্লাহ পথে চলার কথা বলা সানা কেন বিয়ে করলেন? পরিবারের চাপে নয় তো! কিন্তু জল্পনা উড়িয়ে দিয়ে সানা জানিয়েছেন, বিয়ের সিদ্ধান্ত রাতারাতি হয়নি। বরং আজীবন আনাসের মতোই মানুষকেই প্রার্থনা করেছেন তিনি।

Advertisment

বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানা স্বীকার করেছেন, "আনাসকে বিয়ে করার সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি। আমি ওঁর মতো মানুষকে সারাজীবন ধরে চেয়েছি। ওঁর সবচেয়ে যে জিনিসটা আমার ভাল লাগে সেটা হল ওঁর ভদ্রতা। ওঁ লাজুক। কিন্তু মোটেও জাজমেন্টাল নয়।" কিন্তু তবুও সোশ্যাল মিডিয়ায় তাঁকে ও তাঁর স্বামীকে বারবার আক্রমণ করা হচ্ছে। সে প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, "আমার স্বামী একজন অত্যন্ত ভাল মানুষ। আমার তো ওঁকে খুব সুন্দর দেখতে মনে হয়। অন্যের নাও লাগতে পারে। কিন্তু আমার কিছু যায় আসে না।"

আরও পড়ুন বিয়ের মাস দুয়েকের মধ্যেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর, শুভেচ্ছা ভাই তথা গায়ক টনি কক্করের

সানা জানিয়েছেন, ২০১৭ সালে আনাসের সঙ্গে মক্কায় সাক্ষাৎ হয় তাঁর। তার পরের বছরও দেখা হয়। তারপর যোগাযোগ হয়। আনাসের কাছে শুনেই ইসলামে আকৃষ্ট হন অভিনেত্রী। এরপর চলতি বছর ফের তাঁদের দেখা হয়। এবং তখনই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন দুজনে। আনাস সইদ যিনি একজন ইসলামিক স্কলার, নিজেকে সবচেয়ে সুখী মানুষ করছেন সানার সঙ্গে বিয়ের পর। তিনি বম্বে টাইমসকে বলেছেন, "আমি মনে করি না অন্য কাউকে বিয়ে করলে এর চেয়ে বেশি খুশি হতাম। সানার মন পরিষ্কার, ভাল মনের মানুষ। আমি বরাবরই এমন একজন মেয়েকে জীবনে চেয়েছিলাম যে আমাকে সম্পূর্ণ করবে। মানুষ তাও আমাকে জিজ্ঞেস করেন, কীভাবে একজন অভিনেত্রীকে আমি বিয়ে করলাম! কিন্তু এরা ছোট মনের মানুষ। আমার জীবন নিয়ে অন্য কারও পরামর্শ শুনব না।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sana Khan Entertainment News
Advertisment