scorecardresearch

রোহিতদের ভরসা এবার অমিতাভের কবিতা, চ্যাম্পিয়ন হওয়ার আগেই বড় পুরস্কার টিম ইন্ডিয়ার

সামনেই ম্যাচ, তাঁর আগেই অনন্য বার্তা বিগ-বির

রোহিতদের ভরসা এবার অমিতাভের কবিতা, চ্যাম্পিয়ন হওয়ার আগেই বড় পুরস্কার টিম ইন্ডিয়ার
অমিতাভের শুভেচ্ছা

রবিবার থেকে শুরু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্নি। আর প্রথম দিনেই রুদ্ধশ্বাস ম্যাচ- ইন্ডিয়া বনাম পাকিস্তান। যেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে আপামর দেশবাসী। বলাই বাহুল্য তারকাদের অনেকেই সেই নিয়ে বেজায় আগ্রহী। অমিতাভের তরফেও শুভেচ্ছা মিলল এবার।

ক্রিকেটের প্রতি তাঁর বিরাট ঝোঁক। মাঠে পতাকা ওড়াতেও তাঁকে দেখা গেছে বহুবার। আর এবার ভারত-পাক ম্যাচের আগেই অনন্য শুভেচ্ছা বার্তা দিলেন বিগ-বি। নীল জার্সিধারীদের উদ্দেশ্যে কবিতা বললেন তিনি। কৌন বনেগা ক্রোড়পতির সেটে অসাধারণ কবিতা পাঠ করলেন তিনি।

আরও পড়ুন [ লিপস্টিক দিয়ে সিঁদুরদান! বাংলা ধারাবাহিকের দৃষ্টিভ্রম হয়েছে? শোরগোল নেটপাড়ায় ]

সোনি টিভির তরফে সেই কবিতা শেয়ার করা হয়েছে। অ্যায় নীলি জার্সি ওয়ালো, একশো ত্রিশ কোটির রাখওয়ালো — দেশের সন্তানদের উদ্দেশ্যে তাঁর এই কবিতা পাঠকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। কেউ লিখলেন, আপনিই পারেন এই শুভেচ্ছা জানাতে। আবার কেউ লিখলেন, গোটা দেশের মানুষের সঙ্গে আপনিও অপেক্ষারত, দেখেই ভাল লাগছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ৮০ বছরে পা রেখেছেন তিনি। সেই উপলক্ষে উৎসব কম হয়নি। কেবিসির মঞ্চ থেকে তাঁর বাড়ি- সর্বত্রই সেলেব্রেশন নজরে এসেছিল।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Amitabh wishes team india for t20