scorecardresearch

বড় খবর

লিপস্টিক দিয়ে সিঁদুরদান! বাংলা ধারাবাহিকের দৃষ্টিভ্রম হয়েছে? শোরগোল নেটপাড়ায়

সিঁদুরদানেও এই অবস্থা, কী বলছেন দর্শকরা?

লিপস্টিক দিয়ে সিঁদুরদান! বাংলা ধারাবাহিকের দৃষ্টিভ্রম হয়েছে? শোরগোল নেটপাড়ায়
ধুলোকণায় লিপস্টিক দিয়ে সিঁদুরদান

বাংলা ধারাবাহিক নিয়ে দিনের পর দিন নয়া তরজা। নিত্য নতুন কান্ড কারখানা থেকে শুরু করে চারিত্রিক গুণাবলীর জেরে ট্রোল কিন্তু লেগেই আছে। আর এবার সেই তালিকায় জুড়েছে আরেক সিরিয়াল। ধুলোকণার নতুন পর্ব নিয়ে শোরগোল চরমে।

কিন্তু কারণ? বাংলা ধারাবাহিকে নানান ধরনের বিয়ের কথা উল্লেখ রয়েছে। অঘটনের মাধ্যমে বিয়ের উদাহরণ কম নেই। তবে এবার শুধু বিয়ে নয় বরং সিঁদুরদানেও এক অভিনবত্ব তুলে ধরেছে এই সিরিয়াল। সিঁদুর নয় বরং লাল লিপস্টিক দিয়ে নাকি হবে সিঁদুরদান! এও ভাবা যায়? তবে ঘটেছে আসলেই।

ধুলোকণা ধারাবাহিকে আবারও বিয়ে হচ্ছে লালনের। যদিও, এই নিয়ে তিন নম্বর বিয়ে তাঁর। এবং এই দৃশ্য দেখতেই রেগে আগুন দর্শকরা। ধারাবাহিকে তাঁর হবু-বউকে বলতে শোনা যায়, সিঁদুর থেকে তাঁর অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মুখ ফুলে যেতে পারে। তাই বলে সিঁদুর-দান হবে না? একেবারেই নয়! বরং সেই কন্যে নিজেই দিলেন সমাধান, লাল লিপস্টিক দিয়ে সিঁদুর পড়াবেন লালন।

আরও পড়ুন [ TRP-তে নতুনকে টেক্কা! এ সপ্তাহের লড়াইয়ে জয়ী গৌরী-খড়িরা ]

শেষে হিন্দু শাস্ত্রমতে এহেন বিবাহ অনুষ্ঠান? দেখেই চোখ কপালে দর্শকদের। বলে বসলেন, যত উদ্ভট কারবার। এরপরেও লোকজন বাংলা সিরিয়াল দেখে? এমনকি এও বললেন, লিপস্টিকের অস্কার পাওয়া উচিত। একেই বিয়ের অনুষ্ঠান, তারপর আবার এহেন গণ্ডগোল, হেসে গড়াচ্ছেন সকলে।

গতকালের TRP বলছে এবারেও কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে লালন-ফুলঝুড়ির প্রেম। বরং গত সপ্তাহের থেকে এগিয়ে এসছে এই ধারাবাহিক। বাংলা সিরিয়ালে সোলোগামির চিন্তাভাবনাও উঠে এসেছে, সেই নিয়েও শোরগোল কম হয়নি। আর এবার লিপস্টিকের মাধ্যমে সিঁদুরদানে হতবাক নেট দুনিয়া।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Bengali serial dhulokona serial sidurdan with lipstick