/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/pinky.jpg)
গাড়ি কিনলেন মিঠাই পরিবারের পিঙ্কি
গাড়ি কিনেও শান্তি নেই। সবুজ রঙের একখানা চার চাকা কিনেও ট্রোলের শিকার মিঠাই (Bengali Serial Mithai) পরিবারের সদস্য পিঙ্কি। ফোর্ড গাড়ি কিনেছেন অভিনেত্রী অনন্যা গুহ আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তাঁকে নিয়ে। কিন্তু হল টা কী?
সময়ের সঙ্গে সঙ্গে বাজারে নিত্য নতুন মিম আসে। আর এখন সেই ট্রেন্ডে গন্ধরাজ মিম। অভিনেত্রীর সবুজ রঙের গাড়ি দেখে অনেকেই বলে বসলেন, গন্ধরাজ গাড়ি! এই গন্ধরাজের বাজারে সবুজ রঙের গাড়ি কিনেই তাক লাগিয়েছেন অনন্যা। শুধু তাই নয়, পুজো সেরেছেন তিনি। সেই ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
আরও পড়ুন < ‘লাল সিং চাড্ডা’ আমিরকে বয়কটে খুশি অনুপম? বলে ফেললেন ভয়ঙ্কর কথা >
গাড়ির স্টিয়ারিং-এ বসে নতুন পথ শুরু করলেন অনন্যা। নিয়ম মেনে নারকেল ফাটালেন। গাড়ি কেনার পরেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, এখন শুধুই খুশির মুহূর্ত। এদিকে রাতের নিয়ন লাইটে সবুজ গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুললেন অভিনেত্রী। অনুরাগীরা বলছেন, তোমার জন্য গর্ব হয়। তুমি অনেক দূর এগোও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us