জরায়ুর টিউমার, বাঁচার আশাই ছিল না অঞ্জনা বসুর! শুটিং-এ ফিরে অভিনেত্রী বললেন...

এখন কেমন আছন অভিনেত্রী?

এখন কেমন আছন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anjana basu, anjana basu actress, anjana basu television

অঞ্জনা বসু

বাঁচার আশা ছিল না একেবারেই, শরীর ভেঙে গেছে মারাত্মকভাবে। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে আবার শুটিং ফ্লোরে ফিরেছেন অঞ্জনা বসু। কী হয়েছিল তাঁর? হঠাৎ কেনই বা অন্তরালে চলে গিয়েছিলেন তিনি?

Advertisment

কিশমিশ ছবিতে টিনটিনের মায়ের চরিত্রে অভিনয় কিরেছিলেন অঞ্জনা। প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু তারপর দীর্ঘদিন অভিনয় দুনিয়া থেকে দূরে ছিলেন। কাজ করেছেন দিলখুশ ছবিগতে। তবে, জানুয়ারি মাস থেকে নিজেকে একেবারেই ঘরবন্দি করেছিলেন তিনি। কোভিড হয়েছিল তাঁর। কাশতে কাশতে অবস্থা যায় যায়। নিজেকে সুস্থ করতেই গৃহবন্দি হয়েছিলেন অঞ্জনা।

আরও পড়ুন < বন্দে ভারতের শক্ত সিট, ‘যে পারবে দলীয় পদলেহন করুন..!’ জয়জিতের মন্তব্যে তোলপাড় >

জরায়ুতে টিউমার, সঙ্গে ডেঙ্গু! অসুখে অসুখে কাবু অঞ্জনা বসু। সংবাদমাধ্যমে জানালেন, দুবার কোভিড, দ্বিতীয়বার ডেঙ্গি হয়েছিল সঙ্গে। সুগার ছিল না, কিন্তু সেটাও দেখা দিল। ফুসফুস-কিডনি সব নষ্ট হয়ে গেছে। জরায়ুর টিউমার অপারেশন করতে হয়েছে। নতুন জীবন পাব, এটা আশা করিনি। বাঁচার সুযোগ ছিল না।

Advertisment

উল্লেখ্য, 'পিলু' ও 'মন মানে না' ধারাবাহিকে সক্রিয় ভুমিকায় দেখা গেছে তাঁকে। দিলখুশ ছবিতেও রয়েছেন অঞ্জনা। তবে, খুশির খবর যে লুক টেস্ট হয়ে গিয়েছে। এখন শুধু ফ্লোরে শুটিং করার পালা।

tollywood Entertainment News