বেলা গড়াতেই আবারও খারাপ খবর, টেলিপাড়ায় যেন নজর লেগেছে। প্রয়াত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা নীতেশ পান্ডে। বৈভবী উপাধ্যায়ের মৃত্যুর পরই আবার এক অভিনেতার অকাল প্রয়াণ! শুটিং সেটেই মৃত্যু হল ‘অনুপমা’ সিরিয়াল খ্যাত অভিনেতার
মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খরব, ২৩ তারিখ রাত থেকেই তাঁর শরীর ঠিক ছিল না। শোকের ছায়া বলিউডে। শুধু সিরিয়ালে নয়, তিনি কাজ করেছেন নানা সিনেমায়। ‘ওম শান্তি ওম’ থেকে ‘খোসলা কা ঘোসলা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
আরও পড়ুন [ হিমাচল ভ্রমণই কাল! প্রয়াত Sarabhai Vs Sarabhai খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায় ]
তাঁর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত গোটা বলিউড। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না। স্ত্রী অর্পিতা পান্ডে শোকাতুর। সূত্রের খবর, শুটিং শেষ হওয়ার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে তাঁর। তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ‘অনুপমা’ সিরিয়ালে ধীরাজ কাপুরের চরিত্রে তাঁকে সকলেই বেশ পছন্দ করছিলেন। আচমকাই সব শেষ। শেষরক্ষা হল না। আজই হতে পারে শেষকৃত্য। তিনদিন আগে আদিত্য সিং রাজপুত, আজ সকালে বৈভবী,আর এখন নীতেশ। যেন গ্রহণ লেগেছে বলিউডে।