Ayan Sengupta On Tollywood Industry : একটা সময় বাংলার বেশ কিছু সফল ধারাবাহিকের পরিচালক হিসেবে কাজ করেছেন। কিন্তু, বর্তমানে হাতে কোনও কাজ নেই। বাধ্য হয়ে স্ট্রিট ফুডের স্টল দিয়েছেন। ইন্ডাস্ট্রির কারও প্রতি ক্ষোভ না থাকলেও, টলিপাড়া বদলে গিয়েছে বলে জানান অয়ন সেনগুপ্ত। ফেসবুক লাইভে এসে নিজের পরিস্থিতির কথা জানান অয়ন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।
অনেক হিট মেগা দর্শককে উপহার দিয়েছেন। তারপরও দীর্ঘদিন কোনও কাজ পাচ্ছেন না। ইন্ডাস্ট্রি যোগ্য পরিচালকের কদর বুঝতে পারছে না?
আমি সত্যিই বুঝতে পারছি না ব্যাপারটা কী। ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হয়েছে। সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি। কিন্তু, আমি যোগ্য না অযোগ্য সেটা তো বুঝতে পারছি না। কেন কাজ দেওয়া হচ্ছে না সেটা যদি আমাকে একটু বলা হত তাহলে সেই জায়গাটা আমার শুধরে নেওয়ার অপশন থাকত। কিন্তু, দুর্ভাগ্যবসত সেই সুযোগটাই তো পাচ্ছি না। দিনের শেষে একটা কথাই সত্যি যে আমি কাজ পাচ্ছি না। আমি বেকার।
ইন্ডাস্ট্রির কারও বিরুদ্ধে আপনার কোনও অভিযোগ আছে?
না, ইন্ডাস্ট্রির কারও বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। আমি শুধু আমার কাজ না পাওয়ার কারণটাই খুঁজে চলেছি। প্রকৃত কারণটা জানতে চাই। আমাকে কেন কাজ দেওয়া হচ্ছে না সেই কারণটাই তো জানি না। সেটা আরও বেশি অস্বস্তিকর। হয়তো আমার কোনও গলদ আছে। আমি যকন পরিচালক হিসেবে কাজ করেছি তখন থেকে এখন ইন্ডাস্ট্রি অনেক বদলে গিয়েছে। যখন কাজ করছিলাম তখন শুধু আমাকেই চেয়েছে এমন দিনও দেখেছি। কিন্তু, এখন তো কেউ খোঁজই করছে না।
'ক্রাইসিস মোমেন্টে' আপনার পরিচিতমহল পাশে দাঁড়ায়নি? কারও কাছে কাজের কথা বললে 'রেসপন্স' করেনি?
আমি আগে প্রোডিউসরদের সঙ্গে কাজ করেছি বা যাদের সঙ্গে আমার ভাল সম্পর্ক রয়েছে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি। একটা সময় ওঁরা রেসপন্স করত। কিন্তু, ধীরে ধীরে সেটাও কমে যাচ্ছে। এটা আমি খুব ভাল বুঝতে পারছি। এখন কেউ ডিরেক্ট বলে দিচ্ছে, তোকে চাইছে না। কেউ বলছে চ্যানেল চাইছে না। কেউ আবার বলছে প্রোডাকশন হাউজ চাইছে না। আমি খুব নগন্য মানুষ। সেই ক্ষমতা নেই যে চ্যানেল বা প্রোডাকশন হাউজের মুখোমুখি হয়ে আমি এর ব্যাখা চাইব। একটা সময় অনেক সেকেণ্ড ইউনিট করেছি। কিন্তু, সেটা তো আমার টার্গেট না। আমি চাই পরিচালক হিসেবে কাজ করতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনোদন জগতের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত। সরকারের তরফে এই বিষয়ে কোনও সাহায্য আশা করেন?
ইন্ডাস্ট্রির ভিতরের এই বিষয়গুলো মাননীয়া মুখ্যমন্ত্রী সম্পূর্ণ জানেন বলে আমার মনে হয় না। সমস্ত খবর হয়ত ওঁর কাছে সঠিকভাবে পৌঁছায় না। কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। গত বছর নভেম্বর পর্যন্ত প্রায় ১০০-র বেশি সিনেমা শ্যুট হয়েছিল। সেই জায়গায় এই বছর সেটা ৫০-ও ছোঁয়েনি। বিভিন্ন নিয়মের বেড়াজালের জন্য প্রোডিউসররাও সিরিয়ালের সংখ্যা কমিয়ে দিয়েছেন। অনেকে তো মুম্বইয়ে প্রতিষ্ঠিত হতে চাইছে। ইন্ডাস্ট্রির এই অবস্থার সঠিক চিত্রটা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছায়নি বলেই আমার ধারণা।