প্রচণ্ড গরমে হাসফাঁস করছে বাংলা। তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। প্রাণ প্রায় ওষ্ঠাগত। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে বাইরে পা রাখাই প্রায় দায় হয়ে উঠেছে! তবুও নিত্যদিন এই ৪০ ডিগ্রি তাপমাত্রাকে সঙ্গী করেই অফিস-কাছারি সারতে হচ্ছে। বাদ নেই টেলিপাড়াও। সিরিয়ালের কাজ বন্ধ থাকলে ব্যাঙ্কিংয়ে ঘাটতি হবে। অতঃপর উপায় না থাকলেও শুটিং চলছে। তবে এই তীব্র দাবদাহে শিল্পী ও কলাকুশলীদের সুবিধার্থে এবার একগুচ্ছ নতুন নিময় জারি করল ফেডারেশন।
প্রসঙ্গত, মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার বাদে সিরিয়ালের শুটিং চলে প্রতিদিন। আগাম ব্যাঙ্কিংয়ের চাপে রোজ ১৪ ঘণ্টা করে শুটিং করতে হয় অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলীদের। উপরন্তু আউটডোর শুট তো রয়েইছে। তীব্র দাবদাহেও সেই রুটিনের কোনও হেরফের হয়নি। যা ভীষণই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে টেলিপাড়ার তারকা এবং কলাকুশলীদের। সেই প্রেক্ষিতেই গরমে যাতে কেউ কাজ করাকালীন অসুস্থ না হয়ে পড়েন, সেদিকটা কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে।
<আরও পড়ুন: ভয়ঙ্কর গরমে প্রাণ ওষ্ঠাগত! ‘আসুন লেকে জঙ্গল বানাই’, আর্জি লোপামুদ্রার, ট্যাগ মেয়রকেও>
সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রেও মেনে চলতে হবে নিয়ম। বুধবার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস নতুন নিয়ম জারি করেছেন। কী সেগুলো?
১. আউটডোর শুটিং বন্ধ রাখতে হবে।
২. এসি ছাড়া ফ্লোরগুলিতে যথাসংখ্যক পাখা লাগানোর ব্যবস্থা করতে হবে।
৩. স্টুডিওতে ডাক্তারের ব্যবস্থা করা হবে। যাতে গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা করা যায়।
৪. ফ্লোরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকতে হবে।
৫. ORS কিংবা ফলের রস-ও যেন প্রচির পরিমাণে থাকে।
৬. টানা শুটিং না করে মাঝেমধ্যে বিরতি দিতে হবে।
৭. শীতাতপ নিয়ন্ত্রিত ফ্লোরগুলিতে যেন এসি সঠিকভাবে কাজ করে, সেদিকটা দেখতে হবে।