Bengali Film and Television actors present at TMC 21 July Shahid Diwas program: জমজমাট ২১! 'দিদি'র ডাকে মঞ্চ ভরালেন 'পুটু পিসি', 'আর্য', 'রামকৃষ্ণ'রা | Indian Express Bangla

জমজমাট ২১! ‘দিদি’র ডাকে মঞ্চ ভরালেন ‘পুটু পিসি’, ‘আর্য’, ‘রামকৃষ্ণ’রা

মমতার ডাকে ‘তারকাখচিত’ ২১ জুলাই।

TMC 21 July, Shahid Diwas program, 21 July, Tollywood stars present at 21 July Program, Mamata Banerjee on 21 july, ২১ জুলাই, শহীদ দিবস ২১ জুলাই, একুশের মঞ্চে টলিউড তারকারা, টেলিভিশন তারকারা ২১ জুলাইয়ের মঞ্চে, Indian Express Entertainment News, Bengali daily news
২১ জুলাইয়ের মঞ্চে টেলিভিশন তারকারা (এক্সপ্রেস ফটো- পার্থ পাল)

২১ জুলাই ঘিরে দিনভর উত্তেজনা তুঙ্গে। ২ বছর পর তৃণমূলের ‘গ্র্যান্ড ইভেন্ট’ বলে কথা! চমক যে থাকবেই, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। একের পর এক কেন্দ্রীয় সরকারের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ আর সরগরম রাজ্য-রাজনীতি। কখনও দেবের হাতে সিলিন্ডার দিয়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ তো আবার কখনও বা একুশের মঞ্চে ধরা দিলেন বাংলার আরও দুই তারকা-সাংসদ মিমি-নুসরত। সিনেপাড়া তো বটেই, টেলিভিশন জগতের তারকারাও হাজির।

কে নেই? রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকারা তো ছিলেন। পাশাপাশি কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, ভরত কল থেকে শুরু করে অনামিকা সাহা, দর্শকদের প্রিয় ‘রামকৃষ্ণ’ ওরফে সৌরভ সাহা, ‘কৃষ্ণকলি’ অভিনেতা ভিভান ঘোষ, ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের আর্য রিজওয়ান রব্বানি শেখ, সৌপ্তিক চক্রবর্তী, অনামিকা সাহা, ‘পুটুপিসি’ সোহিনী সেনগুপ্তের মতো আরও একঝাঁক টেলিপাড়ার তারকা।

[আরও পড়ুন: সকলকে টেক্কা দিয়ে ‘সুপারস্টার’ লক্ষ্মী কাকিমা! বাকি আর কার দখলে বাংলার TRP?]

মঞ্চে দেখা গেল অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়দেরও। একুশের সমাবেশে শামিল অগণিত মানুশকে বিনোদন দিতে বৃষ্টিভেজা মঞ্চেই কণ্ঠ ছাড়লেন নচিকেতা চক্রবর্তী, শান্তনু রায় চৌধুরি, সৌমিত্র রায়-সহ আরও অনেকে। ‘তুমি আসবে বলে তাই…’ একুশের মঞ্চেই প্রেমে ভিজিয়ে দিলেন নচিকেতা। যিনি একুশের বিধানসভা ভোটের সময়ও তৃণমূলের হয়ে একাধিক জায়গায় প্রচার করেছেন।

এককথায় জমজমাট ২১ জুলাই। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে একুশের সমাবেশে হাজির হয়েছেন বড়পর্দা থেকে টেলিভিশনের বহু তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Bengali film and television actors present at tmc 21 july shahid diwas program

Next Story
মুখোমুখি ঋষি-পিহু! পাপের ঘড়া পূর্ণ হল রোহণের?