Advertisment
Presenting Partner
Desktop GIF

'মিঠাইয়ে'র ভরাডুবি! TRP লিস্টে জাঁকিয়ে বসেছে দীপা-জগদ্ধাত্রী-পর্ণারা

এগিয়ে রইলেন কোন চ্যানেলের ধারাবাহিকরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
star jalsha, star jalsha serial, serial TRP, bengali serial TRP, alta foring, gaatchora, foring serial, zee bangla, mithai, zee bangla serial, mithai serial, bengali television, bengali serial, entertainment, panchami, jagaddhatri zee bangla, nim fuler modhu zee bangla, bangla medium star jalsha, indian express entertainment news, bengali trp, trp rating bengali serial, gaatchora, alta phoring, lokkhi kakima superstar, mon phagun, গাঁটছড়া, আলতা ফড়িং, bengal news today bengali entertainment news, bengali bollywood, bollywood news, bollywood couple, tolly world, tollywood news, tolly insta, bolly world, bengali drama, bollywood cinema bengali bollywood, bengali tollywood, bengali entertainment, bengali bollywood, bengali national entertainment বাংলা নিউজ, বাংলা বিনোদন, বাংলার টলি দুনিয়া, টলিপাড়ার খবর, bengali news entertainment, tolly world, tollywood gossip, tolly news, bengali tollywood, tollywood unlimites, bengali bollywood

বাংলা ধারাবাহিকের TRP

TRP মানেই ধারাবাহিকের সঙ্গে সঙ্গেই তাঁর ভক্তদের মধ্যে ভয়ঙ্কর প্রতিযোগিতা। একের পর এক নতুন ধারাবাহিকের আগমন ঘটেছে। তাঁদের মধ্যে লড়াই জমে উঠেছে। তেমনই তালিকা থেকে বাদ পড়েছে বেশ কিছু পুরনো সিরিয়াল।

Advertisment

এই সপ্তাহের সিরিয়াল গুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। একমাসের শেষে বেশ নজরকাড়া বদল রয়েছে। দর্শকরা কখন যে কোন ধারাবাহিকে পছন্দ করবেন সেটাই বলা সম্ভব নয়। তবে সূর্য-দীপার প্রেম যে শেষ কিছু সপ্তাহ ধরেই রাশ টেনে রেখেছে একথা বলা সম্ভব। এবারও প্রথম স্থানে নিজেদের কায়েম রেখেছে 'অনুরাগের ছোঁয়া'। রেটিং, ৮.৮। দ্বিতীয় স্থানে রয়েছে জ্যাজ অর্থাৎ 'জগদ্ধাত্রী'। মাত্র .২ রেটিংয়ের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে তাঁরা। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে 'গৌরী এল' এবং 'নিম ফুলের মধু'।

আরও পড়ুন < ‘পাত্তাই দেন না! এত দেমাক দেখান কেন?’, কড়া প্রশ্ন শাহরুখ-পুত্র আরিয়ানকে >

'নিম ফুলের মধু' জমে উঠেছে। পর্ণা এবং বাবুর মায়ের মধ্যে লড়াই চলছে জোর কদমে। চার নম্বর স্থানে রয়েছে এই ধারাবাহিক। বিতর্ক, প্লট টুইস্ট সব মিলিয়ে জি বাংলার এই ধারাবাহিক দর্শকদের যথেষ্ট পছন্দ হয়েছে। 'বাংলা মিডিয়াম' কিন্তু অনেকটাই পিছিয়েছে। একসময় 'পঞ্চমীর' সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তবে এখন একধাপ পিছিয়ে। 'বাংলা মিডিয়াম' এর রেটিং ৭.১। অন্যদিকে 'রাঙা বউ' দেরিতে হলেও নিজেদের জায়গা ছেড়ে দিতে একেবারেই নারাজ। তবে, এসবের মধ্যেও 'গাঁটছড়া', 'এক্কা দোক্কা' তালিকায় থাকলেও একেবারেই ভরাডুবি 'মিঠাই'- এর। কোনোমতেই আর দর্শকদের মনোরঞ্জন করতে পারছে না এই ধারাবাহিক? প্রথম দশ তো দুর এগারোতেও নেই 'মিঠাই'! এত কিছুর পরেও এই ধারাবাহিক এখন নিজের জায়গা ফিরে পেতে উদগ্রীব নয়?

পোখরাজ-রাধিকার বিবাহ বিচ্ছেদ আলাদাই মাত্রা যোগ করেছে ধারাবাহিকে। এই সিরিয়াল এখন অনেকেই পছন্দ করছেন। আবার, 'খেলনা বাড়ি'ও নিজের মত করে এগিয়ে চলেছে। দুই চ্যানলের ধারাবাহিকের মধ্যে নেক টু নেক প্রতিযোগিতা। যদিও, বা এখনও TRP তালিকায় জায়গা পায়নি, 'মন দিতে চাই'! সদ্য শুরু হয়েছে 'ইচ্ছে পুতুল'। এখন এই ধারাবাহিক মানুষকে আনন্দ দিতে পারে কিনা এই দেখার।

tollywood TRP Entertainment News Bengali serial TRP
Advertisment