সন্ধ্যে হলেই বাংলার ঘরে ঘরে ধারাবাহিক এর ছড়াছড়ি। পছন্দমত চ্যানেল চালিয়েই বসে থাকেন সকলে। আর বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের ভাগ্য পরীক্ষা। এই সপ্তাহের বেঙ্গল টপার কে, সেই নিয়ে দর্শকদের চিন্তার শেষ নেই।
একেই শেষ কিছু মাসে বেশ কিছু নতুন সিরিয়াল জায়গা নিয়েছে নানান চ্যানেলে। কিন্তু তারপরেও পুরনোদের টেক্কা দেওয়া একটু মুশকিলই হয়ে পড়েছে তাঁদের পক্ষে। নতুন প্লট, একঝাঁক নতুন নায়ক নায়িকার রসায়নও কামাল করতে পারছে না। সেই আগের মতই সেরার সেটা জায়গা কায়েম রেখেছে সূর্য দীপার 'অনুরাগের ছোঁয়া'। এ সপ্তাহেও তারা হিট। প্রাপ্ত রেটিং ৯.২। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। বেশ কিছু মাস ধরেই অনুরাগের ছোঁয়াকে টপকে যেতে পারছে না এই ধারাবাহিক। তাঁদের প্রাপ্ত রেটিং ৮.৭।
তবে, আনন্দের খবর এখানেই যে 'মিঠাই' ভক্তরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। 'বালিঝড়ের' সামনা করেও 'মিঠাই' ভেঙে পড়েনি। বরং নতুন সিরিয়ালকে বুড়ো আঙুল দেখিয়েছে মিঠাই। তাঁদের থেকে TRP রেটিং এখন অনেকটাই বেশি। তাই বলে, প্রথম দশে নিজের জায়গা ফিরে পায়নি 'মিঠাই'। একের পর এক প্লট টুইস্ট একেবারেই কামাল করতে পারছে না। নম্বর কমেছে 'পঞ্চমী'র। পঞ্চম থেকে সোজা অষ্টম, গাঁটছড়া ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিচ্ছে এই সিরিয়াল। অন্যদিকে 'খেলনা বাড়ি' আবারও উঠে এসেছে চতুর্থ স্থানে। তাদের রেটিং ৮.৩। পঞ্চম স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। রেটিং ৭.৮।
আরও পড়ুন < মেকাপের মাঝেই দিব্যি না তাকিয়ে বুনছেন উলের সোয়েটার! সুপারস্টার হয়েও ‘সুগৃহিণী’ কাজল >
হাড্ডাহাড্ডি লড়াই করছে 'রাঙা বউ' এবং 'বাংলা মিডিয়াম'। এ ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এদিকে, জমে উঠেছে 'এক্কা দোক্কা', কিন্তু নবম থেকে কিছুতেই উপরে উঠতে পারছে না সে। 'মেয়েবেলা' প্রথম দশে থাকলেও উপরের দিকে ওঠার কোনও লক্ষণ নেই। রাজ করছে পুরনো ধারাবাহিকের বেশিরভাগই।
এদিকে, 'মন দিতে চাই', 'ইচ্ছে পুতুল' এবং 'তোমার খোলা হাওয়া' - নতুন তিন ধারাবাহিক আদৌ প্রথম দশে জায়গা পায় কিনা সেটাই দেখার। অন্যদিকে, গোধূলি আলাপ থেকে গাঁটছড়া, দর্শকরা পছন্দ করলেও TRP একেবারে তলানিতে।