প্রতি সপ্তাহেই ঘুরছে ধারাবাহিকের মোড়। কাকে ফেলে কে কখন টেক্কা দিয়ে দিতে পারে যেন বোঝা মুশকিল। এই সপ্তাহেও নজরকাড়া রদবদল। ধারাবাহিকের ইতিহাসে চমকে দেওয়া TRP পরিবর্তন। তবে গতসপ্তাহের তুলনায় প্রথম স্থানে একেবারেই বদল আসেনি, দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে বিরাট পরিবর্তন।
না! আবারও পিছিয়ে পড়েছে মিঠাই। দর্শকরাই বাতলে দিয়েছিলেন গল্প, নিপা রুদ্রর প্রেম, মিঠাইয়ের গল্পের মোড় ঘুরিয়েও প্রথম স্থানে নিয়ে আসা গেল না। বরং এই সপ্তাহেও হিট লালন ফুলঝুরি। তাদের বিয়ের আসর থেকে বিবাহ পরবর্তী অনুষ্ঠান এবং চড়ুই এর পরাজয় সব মিলিয়ে আহ্লাদে আটখানা দর্শকরা। এবারও সেরার সেরা ধুলোকণা। প্রাপ্ত রেটিং ৮.৪। সকলকে চমকে দিয়েই অবাক করেছেন লক্ষ্মী কাকিমা! TRP রেটিংয়ে এবার দ্বিতীয় স্থানে এগিয়ে এসেছে সে। দিদি নম্বর ওয়ানের মঞ্চে কান্নাকাটি থেকে, ক্যাপবন্দুক - গুন্ডাদের পিটিয়ে একাই একশো লক্ষ্মী কাকিমা। তাদের প্রাপ্ত রেটিং ৭.৪।
আরও পড়ুন < চুল দিয়ে স্বামীর পা মোছানোর দৃশ্য, ‘ধুলোকণা’য় সেকেলে রীতি দেখে ক্ষুব্ধ নেটদুনিয়া >
এদিকে, দ্বিতীয় স্থানে থাকা গাঁটছড়া নেমে পৌঁছল চতুর্থ স্থানে। কুণাল বনির বিয়ে একেবারেই কামাল করতে পারছে না। গৌরব ব্যস্ত আমেরিকায়। কিন্তু ধারাবাহিক ভাবে নিজের জায়গা বজায় রেখেছে গৌরী এল, তৃতীয় স্থানে রয়েছে তাঁরা - শৈলমার কীর্তিকলাপ মন জয় করেছে দর্শকদের। অন্যদিকে, নিজের জায়গা এ সপ্তাহেও ধরে রাখতে পারেনি মিঠাই - চতুর্থ স্থানে পৌঁছে গেছে মিঠাই-উচ্ছেবাবুর সংসার।
নিয়ম মেনে এরপরে রয়েছে আলতা ফড়িং, অনুরাগের ছোঁয়া এবং মন ফাগুন। তবে বোধিসত্ত্ব বুদ্ধি দিয়েও নিজের জায়গা আসতে ধীরে করে নিচ্ছে এটা বলাই যায়।