এক সপ্তাহে TRP তে বড়সর বদল! তাঁর একটা মুখ্য কারণও আছে বটে। জলসা এবং জি বাংলার পর্দায় বহুদিন ধারাবাহিকের মুখ দেখতে পান নি বাংলার মা - কাকিমারা। তাই একটু তো বদল থাকবেই। কিন্তু এই বদল বলছে যে নিজের জায়গা হারিয়েছে বেশ কিছু ধারাবাহিক!
শুনতে অবাক লাগলেও এ ঘটনা সত্যি। যদিও এসপ্তাহেও স্ব মহিমায় প্রথম স্থানে বিরাজ করছে 'অনুরাগের ছোঁয়া'। সূর্য দীপার রসায়ন ভেঙে ফেলা এত সহজ? একেবারেই না। তার ওপর আবার দার্জিলিঙে শুটিং চলছে এই ধারাবাহিকের। তাই, এখন এই ধারাবাহিক একেবারেই মিস করছেন না কেউ। তাদের প্রাপ্ত রেটিং ৭.০। এরপরই ঘটেছে সেই বদল। দীর্ঘদিন ধরে, দ্বিতীয় স্থানে রাজ করা 'জগদ্ধাত্রী' পিছিয়েছে এক দাগ। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে জ্যাজ। আর সেই জায়গা দখল করল কে?
পর্ণা এবং বাবুর মায়ের দ্বন্দ্ব এবং কেমিস্ট্রি মন জিতে নিয়েছে দর্শকদের। শুধু তাই নয়, এতই পছন্দ করেছেন তারা যে সোজা দ্বিতীয় স্থানে ধারাবাহিক 'নিম ফুলের মধু'। রেটিং ৫.৯। আর জগদ্ধাত্রীর এসপ্তাহের নম্বর ৫.৮। নিজের জায়গা হারিয়ে পিছিয়েছে 'গৌরী এল'। পঞ্চম স্থানে এই ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৫.৬। অন্যদিকে 'মিঠাই' এখনও ধরে রেখেছে সপ্তম স্থান। বরং গত সপ্তাহের তুলনায় পিছিয়েছে 'গাঁটছড়া'। 'মিঠাই' এর নম্বর ৫.০।
আরও পড়ুন < ‘বিশ্বাসঘাতক গৌরী খান’! টাকা ‘নয়-ছয়’, জামিন অযোগ্য FIR দায়ের শাহরুখ-পত্নীর বিরুদ্ধে >
তবে, নীল-তিয়াসা জুটির 'বাংলা মিডিয়াম' এবং রাজদীপ-সুস্মিতা জুটির 'পঞ্চমী' কিন্তু একেবারেই আশাহত করেছে দর্শকদের। 'বাংলা মিডিয়াম' প্রথমের দিকে ভাল ফল করলেও যত দিন যাচ্ছে ততই পিছিয়ে পড়ছে। শুধু তাই নয়, TRP তে দিন দিন পিছিয়ে পড়ছে 'পঞ্চমী'ও। নতুনদের দলে, একেবারেই জায়গা করে নিতে পারেনি 'মন দিতে চাই' এবং 'সোহাগ জল'। তালিকায় ওঠানামা লেগেই থাকে 'হরোগৌরী পাইস হোটেল' এবং 'এক্কা দোক্কার'।
উল্লেখ্য, নতুন সিরিয়াল 'বালিঝড়' একেবারেই আশানুরূপ ফল দেখাতে পারছে না। তৃণা, কৌশিক এবং ইন্দ্রাশিস জুটি কি তবে ব্যর্থ, সে তো সময় বলবে। তবে, এখনও যে পুরনো ধারাবাহিকই নিজের জায়গা ধরে রেখেছে এটুকু বলাই যায়।