scorecardresearch

কুপোকাত ‘মিঠাই’! জয়ধ্বজা ‘গাঁটছড়া’র, বাংলা ধারাবাহিকের TRP-তে বড়সড় রদবদল

এ সপ্তাহে প্রথম দশে আর কোন ধারাবাহিক?

bengali serial TRP
সেরার মুকুট কার?

সপ্তাহের পর সপ্তাহ শুধুই একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। আর কিছু সপ্তাহ ধরে যেন একেবারেই পোড়া কপাল বেশ কিছু ধারাবাহিকের। একেবারেই মনোরঞ্জন করতে পারছে না তারা। এ সপ্তাহেও আশাপ্রদ ফল করেনি বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক।

এ সপ্তাহের ফল বলছে, এবারেও ‘মিঠাই’ পিছিয়েছে অনেকটাই। শুধু তাই নয় প্রথম চারে নেই এই ধারাবাহিক। একদম প্রথমে নিজেদের জায়গা কায়েম রেখেছে ‘গাঁটছড়া’। ঋদ্ধি-খড়ির প্রেম সঙ্গেই আবারও কুণালের বিয়ে নিয়ে জমজমাট ধারাবাহিক। ফলেই দর্শকদের নজরে এই ধারাবাহিক। ৮.৪ নম্বর পেয়ে এই ধারাবাহিক শীর্ষে। দ্বিতীয় স্থানে হয়েছে রদ বদল। ‘গৌরী এল’ নিজেদের জায়গা হারিয়ে পৌঁছেছে চতুর্থ স্থানে। আর সেই জায়গায় নিজেদের এগিয়ে দিয়েছে ‘আলতা ফড়িং’। প্রাপ্ত রেটিং ৭.৮।

আরও পড়ুন [ বাংলাদেশে পা রাখল সলমনের Being human, ভাই সোহেলের হাত ধরে পথচলা শুরু ]

তৃতীয় স্থানে অবিশ্বাস্য ফলাফল। মেজমামীর প্ল্যানিং, লালনের মৃত্যু সব মিলিয়ে ‘ধুলোকনা’ জমজমাট। এই সিরিয়াল উঠে এসেছে ধুলোকনা। প্রাপ্ত রেটিং ৭.৬। তবে এসবের মাঝে পিছিয়েছে ‘গৌরী এল’। চতুর্থ স্থানে প্রাপ্ত নম্বর ৭.৩। গত সপ্তাহের তুলনায় কমেছে জনপ্রিয়তাও। তবে মন খারাপ করা খবর মিঠাই ভক্তদের জন্য। এত কিছু করেও দর্শকদের মন জয় করতে পারছে না তারা। এ পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’। শুধু তাই নয়, খাতা খুলেছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তারাও রয়েছে ষষ্ঠ স্থানে। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ নিজেদের জায়গা করে নিয়েছে প্রথম দশের মধ্যে। নতুন সিরিয়ালগুলোর এহেন হিটলিস্টে থাকার বিষয়টি যথেষ্ট প্রশংসনীয়।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Bengali trp rating serial gatchora is in top