Taarak Mehta Ka Ooltah Chashmah : তারক মেহতার সেটে দিলীপ-অসিতের অশান্তি, শো ছাড়ার হুমকি জেঠালালের

Dilip Joshi-Asit Modi Fight : তারক মেহেতা কা উলটা চশমার সেটে মারাত্মক ঝামেলা। প্রযোজক অসিত মোদীর কলার ধরে ঝগড়া দিলীপের। বিবাদের জেরে শো ছাড়ার হুমকি জেঠালালের।

Dilip Joshi-Asit Modi Fight : তারক মেহেতা কা উলটা চশমার সেটে মারাত্মক ঝামেলা। প্রযোজক অসিত মোদীর কলার ধরে ঝগড়া দিলীপের। বিবাদের জেরে শো ছাড়ার হুমকি জেঠালালের।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
তারক মেহতার সেটে দিলীপ-অসিতের আশান্তি

তারক মেহতার সেটে দিলীপ-অসিতের আশান্তি

Dilip Joshi-Asit Modi : হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও পপুলার কমেডি ডেইলি সোপ তারকা মেহতা কা উলটা চশমা। যদিও এই মুহূর্তে একাধিক চরিত্র এই শো-কে গুডবাই জানিয়েছে। দয়া বেনের কামব্যাকের অপেক্ষায় যেন আজও দিন গোনে তারক মেহতার দর্শক। এর মাঝেই এল আরও এক খারাপ খবর। শোনা যাচ্ছে, এবার জেঠালালের চরিত্র থেকে বিদায় নিচ্ছেন দিলীপ যোশী। সূত্রের খবর, প্রযোজক অসিত মোদীর সঙ্গে ঝামেলার কারণেই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্দার জেঠালাল ওরফে দিলীপ যোশী। ইদানিং সেটে নাকি প্রায়ই বিবাদ বাধে দুজনের। তারক মেহেতা কা উলটা চশমা-য় আর থাকতে চান না, সেই বিষয়টা নিশ্চিত করতে প্রযোজকের সঙ্গে কথা বলতে চাইছেন দিলীপ। কিন্তু, অসিত মোদী এই ব্যপারে কথা বলতে চাইছেন না।

Advertisment

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক ব্যক্তি ঘটনার বিবরণ দেন। তাঁর কথায়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে জেঠালাল প্রযোজক অসিত মোদীর কলার পর্যন্ত ধরেন। ৫৬ বছর বয়সী অভিনেতা দিলীপ যোশী খুবই অপমানিত বোধ করেছিলেন যখন অসিত তাঁর সঙ্গে কথা না বলে কুশ শাহর সঙ্গে কথা বলেন। যিনি সদ্যই শ্যুটিং শেষ করেছেন। 

দীর্ঘ ১৬ বছর তারক মেহেতা কা উলটা চশমার সঙ্গে যুক্ত রয়েছেন জেঠালাল। দিলীপ-অসিতের ঝামেলা নিয়ে ওই ব্যক্তি আরও জানান, 'দিলীপজি ভীষণ রেগে গিয়েছিলেন। দুজনের মধ্যে বিবাদ একদম চরমে পৌঁছেছিল।  দীলিপজি তো এতটাই রেগেছিলেন যে অসিত মোদীর কলার ধরে শো ছেড়ে যাওয়ার হুমকি দেন। সেই সময় অসিত ভাই দিলীপকে শান্ত করার চেষ্টা করেন। তবে জানি না শেষ পর্যন্ত কী ভাবে তাঁদের এই সমস্যা মিটল।'

Advertisment

আরও পড়ুন: 'আর কয়েকটা দিন থাকলে ভাল হত', উমা দাশগুপ্তর প্রয়াণে স্মৃতিচারণায় সন্দীপ রায়

প্রসঙ্গত, এর আগেও অসিত-দিলীপের ঝামেলা হয়েছে। হংকং-এ শ্যুটিংয়ের সময়ও তাঁদের মধ্যে খুব ঝামেলা হয়। তখন তাঁদের মাঝে মধ্যস্থতা করেন, গুরুচরণ সিং। যদিও তারক মেহেতা কা উলটা চশমা থেকে বিদায় নিয়েছেন রোশন সিং সোধি ওরফে গুরুচরণ সিং। উল্লেখ্য, এই শো থেকে একে একে সরে গিয়েছেন অনেকেই। অনেকে আবার প্রযোজকের বিরুদ্ধে অভিযোগও করেছেন। 

 

Hindi Television Dilip Joshi Hindi language