/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2024/11/18/ffE07CZTCTxE9wUombAk.jpg)
উমা দাশগুপ্তার প্রয়াণে স্মৃতিচারণায় সন্দীপ রায়
Sandip Ray Memories Of Pather Panchali : সোমের সকালেই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়েছেন পথের পাঁচালীর দুর্গা। শহেরর এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন উমা দাশগুপ্ত। অবশেষে ১৮ নভেম্বর, সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া টলি ইন্ডাস্ট্রিতে। পথের পঁচালির ছোট্ট দুর্গার মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমহল। সত্যজিতের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালি থেকে খসে গেল আরও একটি পাতা! উমা দাশগুপ্তের প্রয়াণে ছোটবেলার স্মৃতিচারণা করলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়।
বর্ষীয়ান পরিচালক সন্দীপ রায় ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বলেন, 'আমার সঙ্গে তো উমা দাশগুপ্তের সরাসরি কোনও সম্পর্ক ছিল না। উমা যখন শ্যুটিং হয়েছিল তখন আমি বড্ড ছোট। সেভাবে কিছু বুঝতাম না। তবে বাবার মুখে শুনেছি উমা দাশগুপ্তর একটা জন্মগত প্রতিভা ছিল। আলাদা করে বিশেষ কিছু বোঝানোর প্রয়োজনই হত না। বিষয়টা বললেই ঠিক বুঝে যেতেন। ওঁর চলে যাওয়াটা সত্যিই খুব দুঃখের। আরও কয়েকটা দিন যদি থেকে যেতেন তাহলে ভাল হত'।
আরও পড়ুন: খসে পড়ল পথের পাঁচালীর আরেকটি পাতা, প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত
প্রসঙ্গত, সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সত্যজিতের উমা। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। আচমকা সোশ্যাল মিডিয়ায় রটে যায়, পথের পাঁচালীর দুর্গা ওরফে উমা দাশগুপ্ত আর নেই! এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায়। প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারকা সাংসদ চিরঞ্জিৎ চক্রবর্তী।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'উমাদির মেয়ে মায়ের ফ্ল্যাটে এসেছিল। আমি তখন অ্যাসেম্বলি যাব বলে বেরচ্ছিলাম। তখনই উমাদির মেয়ে বলল, মা আজ চলে গেল।।' উল্লেখ্য, দীর্ঘদিন মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়েছেন উমা দেবী। অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।