scorecardresearch

‘অশৌচ শরীরে মেকাপ-শুটিং নয়..’, বাবার মৃত্যুতে ধারাবাহিক থেকে বাদ পড়লেন সুভদ্রা!

অভিনেত্রীর মন্তব্যে জোর চর্চা, কেন ঘটল এহেন ঘটনা?

subhadra mukherjee, subhadra mukherjee actress, subhadra mukherjee tollywood, subhadra mukherjee ekka dokka, subhadra mukherjee news, subhadra tolly news, সুভদ্রা মুখোপাধ্যায়, সিরিয়াল থেকে বাদ পড়লেন সুভদ্রা
সিরিয়াল থেকে বাদ পড়লেন সুভদ্রা

বাবাকে জড়িয়ে শোকস্তব্দ টলিপাড়ার জনপ্রিয় মুখ সুভদ্রা মুখোপাধ্যায়। কিন্তু এরপরেই এক্কা দোক্কা ধারাবাহিক থেকে বাদ পড়লেন তিনি। কেন? হঠাৎ এহেন সিদ্ধান্ত কেন নিল ধারাবাহিক কর্তৃপক্ষ?

স্টার জলসার এই সিরিয়ালে বর্তমানে রাধিকা এবং অনির্বাণের বন্ধুত্বকে ঘিরে চরম চর্চা। ফিরে এসেছে মোহর জুটি। অর্থাৎ চিকিৎসক অনির্বাণ এর চরিত্রে দেখা যাচ্ছে প্রতীক সেনকে। তাঁরই মায়ের চরিত্রে কিছুদিন অভিনয় করেছেন সুভদ্রা। এমন দাপুটে অভিনেত্রীকে কেনই বা ছাড়তে হল শুটিং ফ্লোর? ব্যক্তিগত কারণ হলেই সেটি বেশ গুরুতর। বাবা এবং শ্বশুরমশাইকে একইদিনে হারিয়েছেন তিনি।

আরও পড়ুন [ পরীক্ষায় ‘টুকলি’! হাতেনাতে শিক্ষকের কাছে ধরা পড়েন শ্রদ্ধা কাপুর.. তারপর? ]

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বয়স হয়েছিল অভিনেত্রীর বাবার, তাঁর পেলভিক বোন ভেঙে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি আসলেও শেষরক্ষা হয় নি। হার্ট অ্যাটাক হয় তাঁর। সেদিন বিকেলবেলায় শ্বশুরমশাইকেও হারিয়েছেন। অভিনেত্রী বলেন, “বাবাকে হারিয়ে তিনদিন সময় চেয়েছিলাম। কারণ সনাতন ধর্মে বিবাহিত মেয়েদের তিনদিনের মাথায় কাজ করতে হয়। ধারাবাহিকের গল্পে সেটুকু দেওয়া সম্ভব ছিল না। অসৌচ শরীরের মেকাপ করে কী করে অভিনয় করি? আমার পক্ষে সম্ভব নয়। সেকারণেই আমায় বাদ দেওয়া হয়”।

যথেষ্ট মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। দুই বাবাকে একসঙ্গে হারিয়েছেন, এই শোক অনেকদিনের বলেই জানিয়েছেন। যদিও, তিনি প্রথম নন, এর আগেও রচনা বন্দোপাধ্যায় তাঁর বাবা মারা যাওয়ার পর আদ্য শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত শুটিং থেকে বিরত ছিলেন। ধারাবাহিকের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ অভিনেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Ekka dokka serial actress shubhodra mukherjee evicted from serial for her fathers death