scorecardresearch

নন-ফিকশন শোতে ইন্দ্রাণী হালদার! অভিনেত্রী ফিরছেন টেলিপর্দায়?

আবারও ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রীকে?

ইন্দ্রাণী হালদার, indian halder told about mumbai producer
ইন্দ্রাণী ফিরছেন নন ফিকশন শো নিয়ে?

আবারও ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার। কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। তারপর কিছুদিনের জন্য বড়পর্দায় ফিরেছিলেন তিনি। তবে আবারও টেলি দুনিয়ায় দেখা যেতে চলেছে তাকে?

টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এবার টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা হয়ে ফিরছেন তিনি। যদিও বা প্রথমে শোনা যাচ্ছিল গোয়েন্দা গিন্নির দ্বিতীয় সিজনের কথা। তবে সেবিষয়ে জল ঢেলেছেন নিজেই। এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এসব নিয়ে এখনও কথা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে গোয়েন্দা গিন্নি এখনই আসছে না।

আরও পড়ুন [ পিঠে লেখা ‘baby on board’! বউ আলিয়ার কীর্তি দেখে লজ্জায় লাল রণবীর ]

সম্ভবত আসতে চলেছে এক নন ফিকশন শো। সঞ্চালিকার ভূমিকা পালন করবেন তিনি, তাও আবার জি বাংলায়। একেতেই জি বাংলার সঞ্চালিকা হিসেবে রচনা বন্দোপাধ্যায় অন্যতম নাম। এবার আরেক অভিনেত্রীও জুরলেন সেই তালিকায়। তবে জানা যাচ্ছে এক্কেবারে ভিন্ন ধাঁচের হতে চলেছে এই ধারাবাহিক।

কিছুদিন আগেই মধুমিতা রাজদীপের সঙ্গে কুলের আচার ছবিতে কাজ করেছিলেন তিনি। আগামীতে আরও অনেক ছবিতেই দেখা যাবে তাঁকে। তবে রিয়ালিটি শোয়ে আদৌ কবে থেকে দেখা যাবে তাকে এই নিয়ে জল্পনা তুঙ্গে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Indrani halder back in telivision