ছোটপর্দা থেকে বড়পর্দায়, দীর্ঘদিন ধরে টলিপাড়ায় পরিচিত মুখ কনীনিকা বন্দোপাধ্যায়। অসুস্থতা কাটিয়ে দেবের প্রজাপতি ছবির মধ্যে দিয়েই আবারও দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। এর আগে কাজ করেছেন, টেলিভিশনের আয় তবে সহচরী ধারাবাহিকে। খুব স্ট্রং অভিনেত্রীদের মধ্যেই তাঁকে উল্লেখ করেন অনেকে। এবার নারীকেন্দ্রিক ছবি এবং ইন্ডাস্ট্রিতে মেয়েদের তথা নায়িকাদের নিয়ে নানান মন্তব্য করলেন।
বলিউড নয়, বরং টলিউডেও এখন নারীকেন্দ্রিক ছবি নিয়ে কাজ করছেন অনেক পরিচালকরা। 'খেলা যখন' থেকে 'মিতিন মাসি' এমনকি 'ইন্দুবালা- ভাতের হোটেল'- নারীকেন্দ্রিক ছবি বেজায় পছন্দ করেছেন দর্শকরা। তবে এরইমধ্যে, কনীনিকা এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ছবিতে প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করতে গেলে বাইরে থেকে প্রযোজক ধরে আনতে হয়! হঠাৎ কেনই বা এমন বললেন তিনি?
সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও বেশ কম ছবিতেই তাকে লিড হিসেবে দেখা গেছে। অভিনেত্রী বলেন, "সিরিয়াল মেয়েদেরই। এই একটা জায়গাতেই মেয়েদের অনেক সুবিধা আছে। সিনেমায় তো মেয়েদের জায়গা নেই। বলিউডে একরকম, তবে টলিউডে যে মেয়েরা বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারেন, তারাই লিড অভিনেত্রী হিসেবে কাজ পায়। যারা পারেন না, তারা ভাল অভিনেত্রী হলেও পার্শ্বচরিত্রে অভিনয় করে যান। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, আমি জানতাম কাউকে ধরে আনতে পারব না"।
আরও পড়ুন < ‘হিন্দু সংগঠনগুলোকে নগ্ন করে ছেড়ে দিল ‘পাঠান’..’, বিস্ফোরক অনুরাগ কাশ্যপ >
এখানেই শেষ নয়, বর্তমানে নানান ওটিটি প্লাটফর্মে মেয়েদের নিয়ে যেভাবে কাজ হচ্ছে, যে ধরনের চরিত্রে তাঁরা অভিনয় করছেন, প্রশংসা করেছেন কনীনিকা। বলছেন, নানান ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যেভাবে নায়িকারা কাজ করছেন, এখন আর বয়সটা ম্যাটার করে না। প্রশ্ন তুললেন, "একজন মেয়ের বিয়ে হয়ে গেলেই, সন্তান হয়ে গেলেই কেন সে অভিনেত্রী হওয়ার যোগ্য নয়? এটা অবশ্যই বদলানোর দরকার"।
সিনে দুনিয়ায় মেয়েদের নিয়ে অনেক এক্সপেরিমেন্ট বাকি রয়ে গেছে বলেই মনে করেন কনীনিকা। নায়িকারা মুখ্য ভূমিকাকে নানান ভাবে ফুটিয়ে তুলতে পারেন, এমনই দাবি করেছেন অভিনেত্রী।